শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

তীব্র গরমে ক্ষতি হতে পারে স্মার্টফোনেরও, সুরক্ষায় যা করবেন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৪ পূর্বাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

গ্রীষ্মকাল যাদের পছন্দের মৌসুম নয়, এ গরমে তাদের অনেকেরই মন খারাপ হয়ে যাচ্ছে। তীব্র গরমে শুধু মন নয়, খারাপ হতে পারে ফোনও। অল্প ব্যবহার করলেই ফোন গরম হয়ে যায়। অর্থাৎ তীব্র গরমে ক্ষতি হতে পারে স্মার্টফোনেরও, সুরক্ষায় যা করবেন -

১. বাইরে বের হলে ফোন হাতে নয়, ব্যাগের মধ্যে রাখুন। সূর্যের আলোয় ফোন তীব্র গরম হয়ে যায়। এখন রোদের যা তেজ, তা ফোন গরম হতে বেশিক্ষণ সময় নেবে না। এতে ফোনের ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।

আরো পড়ৃন : ইনভার্টার নাকি নন-ইনভার্টার, কোনটিতে ভরসা রাখবেন?

২. ফোন ব্যবহারের কিছু নিয়ম আছে। সেগুলো জেনে না রাখলে যে কোনো সময় বিগড়ে যেতে পারে যন্ত্র। ফোনে একাধিক অ্যাপ একসঙ্গে খুলে রাখবেন না। এতে ফোনের ব্যাটারি বেশি খরচ হয়। ফোন ক্রমশ গরম হতে থাকে। তাই যখন যে অ্যাপ প্রয়োজন সেটাই খুলে রাখুন। বাকিগুলো বন্ধ করে দিন।

৩. একটানা বেশিক্ষণ ফোন ব্যবহার করবেন না। দীর্ঘক্ষণ ফোন ঘাটলে গরম হয়ে যায়। ব্যাটারির ওপরও এর প্রভাব পড়ে। সেক্ষেত্রে অল্পদিনেই ব্যাটারি খারাপ হয়ে যেতে পারে।

৪. ফোন গরম হয়ে গেলে ঠাণ্ডা করার একটি উপায় হলো কুলিং ফ্যান। বাজারে বিভিন্ন ধরনের কুলিং ফ্যান পাওয়া যায়। শুধু ফোন ঠাণ্ডা করতেই নানা ধরনের কুলিং ফ্যান পাওয়া যায়। সেগুলো ব্যবহার করতে পারেন।

এস/ আই.কে.জে/ 

স্মার্টফোন সূর্যের আলো

খবরটি শেয়ার করুন