বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘কর্মক্ষেত্রে কাজের চাপ পুরুষদের সমকামী করে তুলতে পারে’ *** মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে বিসিএস ক্যাডার, সিনিয়র সহকারী সচিব কারাগারে *** নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র, খোঁজ-খবর রাখবে *** ‘প্রধান উপদেষ্টা ব্যস্ত, তাই ৩৩২ নম্বর এআইকে পাঠিয়েছেন’ *** ‘একজন সাংবাদিক জেলখানায় আছে, অথচ কেউ কিছু লেখেননি’ *** রোনালদো কি ৩৬৩ কোটি টাকার বিলাসবহুল ‘রিটায়ার্ড হোম’ বিক্রি করে দিচ্ছেন *** নির্বাচন ও গণভোট ঘিরে উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন *** সাংবাদিক আনিস আলমগীরকে এবার দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো *** জনগণ যাকে নির্বাচিত করবে, সেই সরকারের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত *** পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৩৩ হাজার প্রবাসী, দেশে পৌঁছেছে ২৯৭২৮

বিশ্বের অন্যতম প্রাচীন বই, বিক্রি হতে পারে ২৬-৩৮ লাখ ডলার!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪২ অপরাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম প্রাচীন বই হিসেবে পরিচিত ‘ক্রসবি-শোয়েন কোডেক্স’ নামের মিশরীয় একটি বই আগামী জুনে নিলামে তোলা হবে। ধারণা করা হচ্ছে, বইটি ২৬ লাখ ডলার থেকে ৩৮ লাখ ডলারে বিক্রি হতে পারে।

একটি বার্তা সংস্থা জানিয়েছে, নিলাম কোম্পানি ক্রিস্টির আয়োজনে জুন মাসে লন্ডনে বইটির নিলাম অনুষ্ঠিত হবে। কপটিক ভাষায় লেখা বইটি ২৫০ থেকে ৩৫০ খ্রিস্টাব্দের। 

ক্রিস্টির সিনিয়র বিশেষজ্ঞ ইউজেনিও ডোনাডোনি বলেন, ‘এই বইটি সেই সময়কালের, যখন প্যাপিরাস স্ক্রোল কোডেক্স আকারে পরিণত হতে শুরু করেছে। বইটি এই কারণে বিরল ও দুষ্প্রাপ্য যে, এর মধ্যে বাইবেলের দুটি বইয়ের প্রাচীনতম পাঠ্য রয়েছে।’

আরো পড়ুন : বিচ্ছেদ উদযাপনে ‘ডিভোর্স রিং’!

ইউজেনিও ডোনাডোনি আরও জানান, ১০৪ পৃষ্ঠার বইটি লেখক ৪০ বছর ধরে মিশরের একটি মঠে বসে লিখেছিলেন। এটি প্লেক্সিগ্লাসে সংরক্ষিত রয়েছে। বর্তমানে তৃতীয় ও চতুর্থ শতাব্দীর মাত্র কয়েকটি বই সংরক্ষিত রয়েছে। ২০ শতকের দিকে বইগুলো আবিষ্কৃত হয়।

কোডেক্স বইটি ১৯৫০ সালের দিকে মিসিসিপি বিশ্ববিদ্যালয়ে আবিষ্কৃত হয়। ১৯৮১ সাল পর্যন্ত বইটি সেখানেই ছিল। নরওয়েজিয়ান পাণ্ডুলিপি সংগ্রাহক ড. মার্টিন শোয়েন জানান, তিনি ১৯৮৮ সালে বইটি সংগ্রহ করেছিলেন। এখন এটি নিলামে তোলা হচ্ছে। ড. মার্টিন শোয়েনে বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত পাণ্ডুলিপি সংগ্রাহক।

বর্তমানে বইটি ক্রিস্টির নিউইয়র্কের শোরুমে রাখা হয়েছে। এটি ৯ই এপ্রিল পর্যন্ত প্রদর্শিত হয়েছিল। এরপর ১১ জুন লন্ডনে বইটির নিলাম অনুষ্ঠিত হবে।

সূত্র : রয়টার্স

এস/ আই.কে.জে/

প্রাচীন বই ‘ক্রসবি-শোয়েন কোডেক্স’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250