রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৫ জেলায় নতুন ডিসি *** জাহানারার যৌন হয়রানির অভিযোগ: তিন সদস্যের তদন্ত কমিটি গঠন *** খালেদ মুহিউদ্দীনের ইংরেজি জ্ঞান নিয়ে উদ্বেগ কেন? *** প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আমরা যাব, অন্য দলকে দিয়ে আহ্বান কেন: সালাহউদ্দিন *** দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ভারতের অবস্থান কী *** কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান *** রাজশাহীর প্রশংসা উপদেষ্টা আসিফ নজরুলের, এড়িয়ে গেলেন নির্বাচন প্রসঙ্গ *** আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: শফিকুল আলম *** দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল: বাংলাদেশ ব্যাংক গভর্নর *** আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা, ইউরোপ!

গুচ্ছ পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নে বিভোর ওরা ৯ জন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ৩রা মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

কেউ দৃষ্টিপ্রতিবন্ধী, কেউ লিখতে অক্ষম আবার কেউবা বাকপ্রতিবন্ধী। তাদের কেউ হতে চায় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। নিজের স্বপ্নপূরণের প্রথম ধাপ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন বিশেষ চাহিদাসম্পন্ন অদম্য ৯ শিক্ষার্থী। 

শুক্রবার (৩রা মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি পরীক্ষা দেন এই নয় শিক্ষার্থী। তারা হলেন- ইফফাত জানাহ বিথী, আবু ফারেজ, হুমাইরা জাহান জিনিত, নুসরাত জাহান কাকলী, আসফিয়া তাসনিম রুহি, হিজবুল্লাহ, সোনিয়া আক্তার, হানিফা মুন্সি হ্যাপি, মাসুদ শাহরিয়ার। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত একজন সাহায্যকারীর মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করেন তারা।

ছোটবেলা থেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের পড়ার স্বপ্ন ছিল বেগম বদরুন্নেসা সরকারি কলেজ থেকে আসা ইফফাত জাহান বিথী নামের এক পরীক্ষার্থীর। তিনি গণমাধ্যমকে বলেন, আজ আমার সেই মাহেন্দ্রক্ষণ। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ইতিহাস নিয়ে পড়ার ইচ্ছা আমার। আমার মূল লক্ষ্য হলো বিসিএস। জীবনে প্রতিষ্ঠিত হয়ে আমার মতো বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চাই।

আরো পড়ুন: গুচ্ছের ‘খ’ ইউনিটের পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ১৫ জন

ফেনীর পরশুরাম ইসলামিয়া ডিগ্রি মাদ্রাসা থেকে আসা আরেক পরীক্ষার্থী আসফিয়া তাসনিম রুহি বলেন, আমি লিখতে অক্ষম। তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমি সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি। প্রশ্নের মান আমার কাছে ভালোই মনে হয়েছে। আমার লোকপ্রশাসন বিষয় নিয়ে আমার পড়ার ইচ্ছা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হলে আমি এই বিশ্ববিদ্যালয়েই ভর্তি হব।

এদিন মেডিকেলে পরীক্ষা গ্রহণের দায়িত্বে থাকা মেডিকেল উপপ্রধান চিকিৎসক মিতা শাবনম গণমাধ্যমকে বলেন, আমাদের এখানে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা খুব সুন্দরভাবেই পরীক্ষা দিয়েছে। প্রত্যেক পরীক্ষার্থীর সঙ্গে একজন শ্রুতিলেখক দেওয়া হয়েছে। এসব পরীক্ষার্থী যাতে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে সে জন্য আমরা আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করেছিলাম।

এইচআ/ আই.কে.জে/

জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ পরীক্ষা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250