বুধবার, ১৪ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের *** শেষ চার মাস মন্ত্রণালয়ে আমাকে কাজ করতে দেওয়া হয়নি: মাহফুজ আলম *** হাদি-মুছাব্বির-সাম্য হত্যার বিচার হতে হবে এ মাটিতে, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল *** বাহরানে প্রবাসীর বাসায় অনেক পোস্টাল ব্যালট, ব্যবস্থা চায় বিএনপি *** অভ্যুত্থানের পর দেশে আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী *** পাকিস্তানের ‘দরদ’ দেখানোর প্রয়োজন নেই, বিশ্বকাপ ক্রিকেট প্রসঙ্গে হামিন *** চট্টগ্রাম বন্দরে চাকরি পেলেন ৯ জুলাই যোদ্ধা *** যে ইস্যুতে সেনাপ্রধানের হস্তক্ষেপ চায় বিএনপি *** ‘সাংবাদিকদের স্নাতক হওয়ার বাধ্যবাধকতায় সাংবিধানিক অধিকার খর্ব হবে’ *** বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আসছে

গুচ্ছ পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নে বিভোর ওরা ৯ জন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ৩রা মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

কেউ দৃষ্টিপ্রতিবন্ধী, কেউ লিখতে অক্ষম আবার কেউবা বাকপ্রতিবন্ধী। তাদের কেউ হতে চায় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। নিজের স্বপ্নপূরণের প্রথম ধাপ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন বিশেষ চাহিদাসম্পন্ন অদম্য ৯ শিক্ষার্থী। 

শুক্রবার (৩রা মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি পরীক্ষা দেন এই নয় শিক্ষার্থী। তারা হলেন- ইফফাত জানাহ বিথী, আবু ফারেজ, হুমাইরা জাহান জিনিত, নুসরাত জাহান কাকলী, আসফিয়া তাসনিম রুহি, হিজবুল্লাহ, সোনিয়া আক্তার, হানিফা মুন্সি হ্যাপি, মাসুদ শাহরিয়ার। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত একজন সাহায্যকারীর মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করেন তারা।

ছোটবেলা থেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের পড়ার স্বপ্ন ছিল বেগম বদরুন্নেসা সরকারি কলেজ থেকে আসা ইফফাত জাহান বিথী নামের এক পরীক্ষার্থীর। তিনি গণমাধ্যমকে বলেন, আজ আমার সেই মাহেন্দ্রক্ষণ। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ইতিহাস নিয়ে পড়ার ইচ্ছা আমার। আমার মূল লক্ষ্য হলো বিসিএস। জীবনে প্রতিষ্ঠিত হয়ে আমার মতো বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চাই।

আরো পড়ুন: গুচ্ছের ‘খ’ ইউনিটের পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ১৫ জন

ফেনীর পরশুরাম ইসলামিয়া ডিগ্রি মাদ্রাসা থেকে আসা আরেক পরীক্ষার্থী আসফিয়া তাসনিম রুহি বলেন, আমি লিখতে অক্ষম। তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমি সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি। প্রশ্নের মান আমার কাছে ভালোই মনে হয়েছে। আমার লোকপ্রশাসন বিষয় নিয়ে আমার পড়ার ইচ্ছা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হলে আমি এই বিশ্ববিদ্যালয়েই ভর্তি হব।

এদিন মেডিকেলে পরীক্ষা গ্রহণের দায়িত্বে থাকা মেডিকেল উপপ্রধান চিকিৎসক মিতা শাবনম গণমাধ্যমকে বলেন, আমাদের এখানে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা খুব সুন্দরভাবেই পরীক্ষা দিয়েছে। প্রত্যেক পরীক্ষার্থীর সঙ্গে একজন শ্রুতিলেখক দেওয়া হয়েছে। এসব পরীক্ষার্থী যাতে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে সে জন্য আমরা আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করেছিলাম।

এইচআ/ আই.কে.জে/

জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ পরীক্ষা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250