বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

গুচ্ছের ‘খ’ ইউনিটের পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ১৫ জন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৫ পূর্বাহ্ন, ৩রা মে ২০২৪

#

ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২৪টি সরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (৩রা মে)। ‘খ’ ইউনিটে ৬ হাজার আসনের বিপরীতে পরীক্ষা দিবে ৯৪ হাজার ৬৩১ পরীক্ষার্থী। প্রতি আসনে বিপরীতে লড়বে ১৫ জন শিক্ষার্থী।

গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, এ বছর মানবিক বিভাগে (বি ইউনিটে) প্রায় ৬ হাজার আসনের বিপরীতে পরীক্ষা দেবে ৯৪ হাজার ৬৩১ জন শিক্ষার্থী। এদিন সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর মধ্যে সর্ববৃহৎ কেন্দ্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নানা ধরনের প্রস্তুতি নিতে দেখা গেছে। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা দেবে ১৯ হাজার ৭৭৩ জন পরীক্ষার্থী। বিশ্ববিদ্যালয়টির মানবিক বিভাগের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ জবির অধীনে আরও ৩টি উপকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মূল কেন্দ্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ৩৫২ জন, উইলস লিটল ফ্লাওয়ার কলেজ ২হাজার ৭২১ জন, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজে ৩ হাজার ২০০ এবং মতিঝিল উচ্চ বালিকাতে পরীক্ষা দিবে ১ হাজার ৫০০ পরীক্ষার্থী। ‘খ’ ইউনিটে দুইটি ইন্সটিটিউট ও ১৫টি বিভাগে মোট আসন ১ হাজার ২৭০।

প্রস্তুতি সম্পন্ন জানিয়ে ডিন বলেন, ইতোমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষায় প্রয়োজনীয় সকল কাগজপত্রের প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। পরীক্ষার আগ মুহূর্তে প্রশ্ন আসলে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হবে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে প্রত্যেক কেন্দ্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া আছে।

আরও পড়ুন: বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তির সংখ্যা বাড়াতে আগ্রহী রাশিয়া

গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরীক্ষার দিন প্রক্টরিয়াল টিম ও পুলিশের টিম থাকবে। সারা দেশে পরীক্ষা কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার থাকবে।

এর আগে গত ২৭শে এপ্রিল গুচ্ছ এ ইউনিটের অনুষ্ঠিত পরীক্ষায় তীব্র গরমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রের বাইরে সুপেয় পানি ভ্রাম্যমাণ চিকিৎসক ও চেয়ারের ব্যবস্থা করা হয়।এতে সেবা নেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। বি ইউনিটের পরীক্ষাতেও সেব থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এসকে/ 

পরীক্ষা গুচ্ছ ভর্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন