বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পোস্টার থেকে ফেসবুক পেজে, নির্বাচনী প্রচারের চেনা চিত্র বদলে গেছে *** অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি আগেও ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল *** অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি ৩৫ মিনিট আকাশে ছিল, অবতরণের আগমুহূর্তে বিধ্বস্ত *** ‘মুকাব’ মেগা প্রকল্প স্থগিত করল সৌদি আরব *** সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত *** আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, কিছুই করা যায় না: ফাওজুল কবির খান *** আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র *** ‘গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমকর্মীদেরই আদায় করতে হবে’ *** নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সিম্প্যাথি’ পেতে মিথ্যা বলছেন: মির্জা আব্বাস *** ড্রোন বানাবে বাংলাদেশ বিমানবাহিনী, সহায়তা করবে চীন

ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১৪ পূর্বাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৫

#

ভোট বর্জন, নির্বাচনী দায়িত্ব থেকে পদত্যাগ, এক শিক্ষিকার মৃত্যু, ৪৮ ঘণ্টা ধরে গণনা—ঘটনার যেন শেষ নেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে। অব্যবস্থাপনা ও কারচুপির পাল্টাপাল্টি অভিযোগে ‘প্রশ্নবিদ্ধ’ এই নির্বাচনের ঘোষিত ফলাফলে ভিপিসহ পাঁচটি পদ ছাড়া জিএসসহ বাকি ২০টি পদেই জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

এর মধ্য দিয়ে দেশের দুটি বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করল ছাত্রশিবির। গত ৯ই সেপ্টেম্বর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভূমিধস জয় পান ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের প্রার্থীরা। এর আগে এই দুটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের কোনো প্রার্থী জয়ী হতে পারেননি।

গতকাল শনিবার (১৩ই সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘোষিত ফলাফলে জাকসুতে ভিপি পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। জিএস পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির-সমর্থিত মাজহারুল ইসলাম। জাকসুর ২৫টি পদের ২০টিতেই জয়ী হয়েছেন শিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা। ভিপি ছাড়া বাকি চারটি পদের দুটিতে জয় পেয়েছেন স্বতন্ত্ররা এবং দুটিতে বিজয়ী হয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত প্রার্থীরা।

দীর্ঘ ৩৩ বছর পর জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হয় গত বৃহস্পতিবার। সকাল ৯টা থেকে ২১টি হলে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকেল ৫টা পর্যন্ত। অবশ্য ভোটারের দীর্ঘ সারি থাকায় দু-তিনটি হলে রাত সাড়ে ৭টা পর্যন্ত ভোট নেওয়া হয়। তবে ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই জাতীয়তাবাদী ছাত্রদল-সমর্থিত প্যানেলসহ পাঁচটি প্যানেল এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এই নির্বাচনে মোট আটটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।

অনিয়মের অভিযোগ আর বর্জনের ঘোষণা—এ নিয়ে উত্তেজনার মধ্যে সেদিন রাত ১০টার পর কঠোর নিরাপত্তায় সিনেট ভবনে শুরু হয় ভোট গণনা। নির্বাচন কমিশন জানায়, এই নির্বাচনে প্রায় ৬৮ শতাংশ ভোট পড়েছে।

এ নির্বাচনকে শিক্ষার্থী ও শিক্ষকদের একটি বড় অংশ ‘প্রশ্নবিদ্ধ’ বলে মনে করেন। তাদের ভাষ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দক্ষতার ঘাটতি ও অব্যবস্থাপনার কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে।

তবে নির্বাচনে কোনো অনিয়ম হয়নি বলে দাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলমের। গতকাল বিকেলে ফলাফল ঘোষণার আগে তিনি সাংবাদিকদের বলেন, জাকসু নির্বাচনে কোনো অনিয়ম হয়নি। অনিচ্ছাকৃতভাবে কিছু অনিয়ম হয়ে থাকতে পারে।

জাকসুর প্রথম নির্বাচন হয় ১৯৭২ সালে। সর্বশেষ নবম জাকসু নির্বাচন হয় ১৯৯২ সালের ৬ই জুলাই। এবারের নির্বাচনে জাকসুর ২৫টি পদের জন্য লড়েছেন ১৭৭ প্রার্থী। ২১টি হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৪৭ প্রার্থী। এবার মোট ভোটার ১১ হাজার ৮৪৩ জন। তাদের মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫, ছাত্রী ৫ হাজার ৭২৮।

জাকসু ও হল সংসদের ভোট গণনা শুরুর প্রায় ৪৮ ঘণ্টা পর গতকাল বিকেল থেকে ফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন; যা শেষ হয় সন্ধ্যা সাড়ে সাতটায়। সন্ধ্যায় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. মনিরুজ্জামান। এর আগে ২১টি হল সংসদের ফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

মো. মনিরুজ্জামান জানান, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের আরিফুল্লাহ আদিব পেয়েছেন ২ হাজার ৩৮৯ ভোট। জিএস পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম। তিনি পেয়েছেন ৩ হাজার ৯৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছাস-সমর্থিত ঐক্য ফোরামের আবু তৌহিদ সিয়াম পেয়েছেন ১ হাজার ২৩৮ ভোট।

ভোট বর্জনকারী ছাত্রদল-সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান পেয়েছেন ৬৪৮ ভোট এবং জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী পেয়েছেন ৯৪১ ভোট।

ফলাফল অনুযায়ী, ছাত্রশিবির-সমর্থিত প্যানেল থেকে যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ২ হাজার ৩৫৮ ভোট পেয়ে ফেরদৌস আল হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা ৩ হাজার ৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250