বুধবার, ১৪ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তানের ‘দরদ’ দেখানোর প্রয়োজন নেই, বিশ্বকাপ ক্রিকেট প্রসঙ্গে হামিন *** চট্টগ্রাম বন্দরে চাকরি পেলেন ৯ জুলাই যোদ্ধা *** যে ইস্যুতে সেনাপ্রধানের হস্তক্ষেপ চায় বিএনপি *** ‘সাংবাদিকদের স্নাতক হওয়ার বাধ্যবাধকতায় সাংবিধানিক অধিকার খর্ব হবে’ *** বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আসছে *** শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই *** বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান *** ইরানের সরকার স্বীকার করল নিহত ২০০০—বেসরকারি সূত্রমতে ১২০০০ *** প্রবাসীদের সুখবর দিলেন উপদেষ্টা আসিফ নজরুল *** শিক্ষার্থীদের চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা

জাতীয় চা পুরস্কার পেলেন পঞ্চগড়ের আখতারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২৪শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতীয় চা পুরস্কার ২০২৫ পেয়েছেন পঞ্চগড়ের চা–চাষি এ বি এম আখতারুজ্জামান ওরফে শাহজাহান। গত বুধবার (২১শে মে) জাতীয় চা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের কাছ থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন।

এদিকে ‘শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী’ ক্যাটাগরিতে এ বি এম আখতারুজ্জামান এ পুরষ্কার পেয়েছেন। তিনি পঞ্চগড় পৌরসভার রওশনাবাগ এলাকার বাসিন্দা। তিনি তার গ্রামের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সাহেববাজার এলাকায় প্রায় ১৫ একর জমিতে ‘জামান টি গার্ডেন’ নামে একটি চা–বাগান গড়ে তুলেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আখতারুজ্জামান পেশায় একজন আইনজীবী, সড়ক পরিবহন ব্যবসায়ী ও রাজনৈতিক কর্মী। তিনি ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। আর বর্তমানে তিনি স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি।

এ ছাড়া আখতারুজ্জামান ২০১২ সালে গ্রামের বাড়িতে প্রায় পাঁচ বিঘা জমিতে চা–চাষ শুরু করেন। ধীরে ধীরে তার বাগানের পরিমাণ বাড়তে থাকে। বর্তমানে তার চা–বাগানের আয়তন প্রায় ১৫ একরে দাঁড়িয়েছে।

তবে বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয় জানিয়েছে, জাতীয় চা দিবস উপলক্ষে চা বোর্ডের ওয়েবসাইটে শ্রেষ্ঠ ক্ষুদ্র চা উৎপাদনকারী ক্যাটাগরির পুরস্কারের জন্য আবেদন আহ্বান করা হলে এতে নিবন্ধিত ক্ষুদ্র চা–চাষিরা আবেদন করেন। আর তাদের কাঁচা চা–পাতা উৎপাদন ও জমির পরিমাণসংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই শেষে এ বি এম আখতারুজ্জামানকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে এ বি এম আখতারুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘দীর্ঘদিনের পরিশ্রমের ফসল আমার এ চা–বাগান। আর চা–চাষ করে জাতীয় পুরস্কার পেয়ে সত্যিই অনেক ভালো লাগছে। সব সময় মানসম্পন্ন কাঁচা চা–পাতা উৎপাদনের চেষ্টা করব।’

এদিকে বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ খান বলেছেন, এ বি এম আখতারুজ্জামান চা বোর্ডের পরামর্শ অনুযায়ী বৈজ্ঞানিক পদ্ধতিতে চা চাষ করেন। আর আবেদন করা ক্ষুদ্র চা–চাষিদের মধ্যে তিনি উৎপাদন ও জমি ব্যবহারে সেরা নির্বাচিত হয়েছেন।

আরএইচ/

জাতীয় চা দিবস চা-পুরস্কার ক্ষুদ্র চা-চাষি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250