সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান দেখাল কীভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয় *** দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি *** নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত *** প্রথম আলোর আলোচনায় জুলাই সনদ *** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’

গাছের সঙ্গে বস্তায় আদা চাষ করে লাভবান সোবহান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫২ অপরাহ্ন, ১৫ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

যশোরের ঝিকরগাছা উপজেলার বেজিয়াতলা গ্রামে মো. আব্দুস সোবহানের বাড়ি সংলগ্ন পুকুর। পুকুরের চারপাশে নানা ফলদ গাছে ভরা। এসব গাছের সঙ্গে বস্তায় আদা চাষ করেন তিনি। এ পদ্ধতিতে আদা চাষে গাছতলায় দ্বিগুণ ফলন হয়েছে।

বস্তায় আদা চাষে মো. আব্দুস সোবহান লাভবান হয়েছেন। কম জায়গায়, কম সময়ে ভ্রাম্যমাণভাবে এ চাষে উৎপাদন খরচ বাদেও কয়েক গুণ লাভ হওয়ায় আগ্রহী হচ্ছেন চাষিরা। এ পদ্ধতিতে আদা চাষে কৃষকদের নানা সহযোগিতাও করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কৃষক আব্দুস সোবহান বলেন, ‘গত বছর মার্চ মাসে নওগাঁ থেকে হাইব্রিড জাতের ৩০ কেজি আদার বীজ সংগ্রহ করে ৩০০টি বস্তায় লাগাই। বীজ সংগ্রহ, বস্তা, সারসহ মোট খরচ হয়েছে ১৫-১৬ হাজার টাকা। ২৮০ দিন পরে আদা উঠাই। আড়াই মণ আদা পেয়েছি। বর্তমান বাজারদর হিসেবে যার মূল্য ৩৬ হাজার টাকা।’

আরো পড়ুন: বিশ্বের সবচেয়ে দামি সবজি 'হপ শুটস'

তিনি বলেন, ‘ছায়াযুক্ত জায়গায় ফলন বেশি হয়েছে। সমস্ত আদা রেখে দিয়েছি বীজ করতে। আগামীতে বেশি করে চাষ করবো। বুঝে-শুনে বস্তায় আদা চাষ করলে ব্যাপক লাভের সম্ভাবনা আছে। এ চাষে জমি লাগে না, খরচও কম।’

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, ‘বস্তায় আদা চাষ অত্যন্ত লাভজনক। অনেক কৃষক পতিত জমিতে বস্তায় আদা চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। আমরাও সার্বক্ষণিক পরামর্শ ও উৎসাহ দিচ্ছি। আব্দুস সোবহানকে সার দেওয়া হয়। অন্য কৃষকের মাঝে এটি সম্প্রসারিত হলে এলাকায় মসলা উৎপাদন সমৃদ্ধ হবে।’

এসি/  আই.কে.জে

বস্তায় আদা চাষ সোবহান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250