একাকী মানুষদের শান্তি দিতে এবার এক অভিনব পরিষেবা শুরু করেছে জাপানের এক ক্যাফে।
চীনা সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, টোকিয়োর ওই ক্যাফেটির নাম সোয়েনিয়া ক্যাফে।
ওই ক্যাফেতে প্রবেশ করলে গ্রাহকদের আলিঙ্গন করেন ক্যাফের মহিলা কর্মীরা। ‘মানসিক যন্ত্রণা’ দূর করতে কোলে শুতেও দেন। যদিও সেই পরিষেবার জন্য খরচ করতে হয় গ্রাহকদের।
সংবাদমাধ্যম ‘জাপান টুডে’-র প্রতিবেদন অনুযায়ী, ওই ক্যাফের কোনও মহিলা কর্মীর কোলে ২০ মিনিট শুয়ে বিশ্রাম করতে চাইলে খরচ করতে হয় তিন হাজার ইয়েন (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২৩০০ টাকা)। তিন মিনিটের জন্য ওই খরচ হাজার ইয়েন (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৮০ টাকা)। ওই একই পরিষেবা ১০ ঘণ্টা নিতে চাইলে দিতে হয় ৫০ হাজার ইয়েন (প্রায় ৩৯ হাজার টাকা)।
তবে ক্যাফের মহিলা কর্মীদের কোলে শুয়ে বিশ্রাম নেওয়ার সময় কয়েকটি নিয়ম মেনে চলতে হয় গ্রাহকদের। কোনও গ্রাহকই মহিলা কর্মীদের শরীরে স্পর্শ করতে পারবেন না। এমনকি, চুলে স্পর্শ করাও বারণ।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
ওআ/ আই.কে.জে