ছবি : সুখবর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ই আগস্ট) বেলা সাড়ে ৩টায় সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়৷ ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ চন্দনপুর’ সংগঠন এটি আয়োজন করে। আলোচনা সভা শেষে বিজয় মিছিল করেন তারা।
মোহাম্মদ সাব্বির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় নিহতদের স্মরণে বক্তব্য দেন মেহেরব হোসেন বাপ্পি, মুক্তা পারভীন, মোস্তাকিম রফিক, তানিউল ইসলাম, মোহাম্মদ নাসিম, নিলা, আসাদ ও কারিমুস সাকিব। অভিভাবকদের হয়ে বক্তব্য দেন জিয়াউর রহমান। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন আসানুর রহমান।
এছাড়া বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। সংগঠনের প্রতিষ্ঠাতা আবু সোহানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভা শেষ হয়।
আরো পড়ুন : এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
সভায় বক্তারা যেকোন প্রকারের অগ্নিসংযোগ, গুম, হয়রানি, সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা থেকে সকলকে বিরত থাকার আহবান জানান। আলোচনা সভা শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
আবির/এস/কেবি
খবরটি শেয়ার করুন