শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

রমজান উপলক্ষে গাজায় ত্রাণসামগ্রী পাঠাল বাংলাদেশসহ ৯ দেশ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫১ পূর্বাহ্ন, ১৩ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান উপলক্ষে গাজায় ত্রাণসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশসহ ৯ দেশ। মিসরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংস্থা আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি হাউসের মাধ্যমে প্যালেস্টাইনের গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য ত্রাণ হিসেবে ২ হাজার টন খাদ্য ও চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে।

এক বিবৃতিতে আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি হাউস বলেছে, গত ৭ই অক্টোবর গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় ত্রাণসামগ্রীর যত চালান গেছে, সে সবের মধ্যে এই চালানটি বৃহত্তম। বাংলাদেশ ব্যতীত আরও যে আটটি দেশের ত্রাণ এই চালানে যুক্ত হয়েছে, সেগুলো হলো- ইন্দোনেশিয়া, ভারত, ব্রিটেন, সৌদি আরব, ফ্রান্স, চীন, কানাডা এবং জার্মানি।

আরো পড়ুন: খরচ বাড়লেও রোজায় পণ্যের দাম বাড়াবে না যে দেশের ব্যবসায়ীরা

মিসরের অনলাইন এক সংবাদমাধ্যমকে আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটির মুখপাত্র আবদেল-আলীম কাশতা বলেছেন, ত্রাণ পণ্যবাহী ট্রাকগুলো মিসরের উত্তর সিনাই থেকে রাফাহ সীমান্ত ক্রসিংয়ের মাধ্যমে গাজায় প্রবেশ করবে। ৭ই অক্টোবর গাজায় যুদ্ধ বাঁধার পর থেকে রমজান শুরুর আগ পর্যন্ত মোট ৪ হাজার টন ত্রাণসামগ্রী ও মানবিক সহায়তা পণ্য পাঠিয়েছে আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি। সর্বশেষ গত ডিসেম্বরে ত্রাণসামগ্রী পাঠানো হয়েছি।

‘তবে এ পর্যন্ত সেখানে যত ত্রাণের বহর প্রবেশ করেছে, সে সবের মধ্যে এই বহরটি সবচেয়ে বড়। মোট ৮০টি দেশের অনুদানের ভিত্তিতে বহরটি সাজানো হয়েছে। সবচেয়ে বেশি অনুদান দিয়েছে ইন্দোনেশিয়া, ভারত, বাংলাদেশ, ব্রিটেন , সৌদি আরব, ফ্রান্স, চীন, কানাডা এবং জার্মানি,’ বলেন আবদেল-আলীম কাশতা।

এইচআ/ আই. কে. জে/ 

বাংলাদেশ গাজা ত্রাণ পবিত্র রমজান

খবরটি শেয়ার করুন