মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমবারের মতো দেশে পোষা প্রাণীদের জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৪ পূর্বাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৫

#

দেশে প্রথমবারের মতো প্রাণীদের জন্য অ্যাম্বুলেন্স সেবা নিয়ে এসেছে ‘সুস্থতা’ নামের একটি প্রতিষ্ঠান। যারা বাসায় কুকুর-বিড়ালের মতো প্রাণী পোষেণ, তাদের সারাক্ষণই দুশ্চিন্তায় থাকতে হয় প্রিয় প্রাণীটিকে নিয়ে। কখনো এরা অসুস্থ হয়ে পড়লে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য ঠিকঠাক যানবাহন খুঁজে পাওয়া বিপত্তিকর হয়ে দাঁড়ায়। এ বিষয়টি মাথায় রেখে দেশে প্রথমবারের মতো পোষা প্রাণীর অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে ‘সুস্থতা’। 

গত ১৫ই ফেব্রুয়ারি থেকে এ সেবা চালু করে প্রতিষ্ঠানটি।

সুস্থতার চেয়ারম্যান অ্যাঞ্জেলো আফনান হামিদ তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, যে কোনো পোষা প্রাণীর মালিকের জন্য সবচেয়ে ভয়াবহ মুহূর্তগুলোর একটি হলো, যখন তাদের পোষা প্রাণী অসুস্থ হয়ে পড়ে। আমার একটি পোষা কুকুর ছিল। যেহেতু আমার নিজের গাড়ি ছিল না, তাই কুকুরকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য আমাকে গাড়ি ভাড়া করতে হতো। অনেক চালকই রাজি হতেন না। তারা বলতেন, গাড়িতে পোষা প্রাণী নেওয়ার অনুমতি নেই তাদের। আমাকে অসংখ্যবার এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তখনই আমি বুঝতে পেরেছি, মানুষের মতো পোষা প্রাণীরও একটি আলাদা অ্যাম্বুলেন্স সেবা প্রয়োজন।

আরও পড়ুন: মেলার ১৬তম দিনে এলো ১০৪টি নতুন বই

‘সুস্থতা’র সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মেজবাউল আমিন বলেন, দেশব্যাপী থাকা এই অ্যাম্বুলেন্স সেবাটি আপনার পোষা প্রাণীটিকে কাছাকাছি বা শহরের বাইরে দূর-দূরান্তেও পশুচিকিৎসকের কাছে নিয়ে যেতে পারবে। এই অ্যাম্বুলেন্সের সার্ভিস চার্জ অন্যান্য অ্যাম্বুলেন্সের মতোই।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য খুব সাধারণ, কোনো পোষা প্রাণী যেন যানবাহনের অভাবে কষ্ট না পায়। জরুরি হোক বা রুটিন চেক-আপ, আমরা সবসময় সহায়তার জন্য আছি। আপনি যেকোনো সময় www.susthotaa.com এ অ্যাম্বুলেন্স সেবা প্রি-বুক করতে পারেন। আর জরুরি সেবার জন্য 09601 222 777 নম্বরে কল করতে পারেন।

এসি/ আই.কে.জে

অ্যাম্বুলেন্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250