শনিবার, ৬ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারতকে ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি তেল সরবরাহ করবে রাশিয়া: পুতিন *** আড়াই ঘন্টা বাইরে থেকে খাঁচায় ফিরল সিংহী ডেইজি *** ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি *** খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার *** প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা মাহফুজ আনামের *** প্রসাধনী শিল্পে ব্যবহৃত তেলের জন্য হাঙর শিকার, বিলুপ্তি ঠেকাতে বৈশ্বিক উদ্যোগ *** শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা *** ‘তারেক রহমান যাকে ইচ্ছা তাকে প্রধান উপদেষ্টা বানাতে পারতেন’ *** শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে *** চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে: মির্জা ফখরুল

অপেক্ষার পালা শেষে আসছে অর্থহীনের নতুন অ্যালবাম

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১২ পূর্বাহ্ন, ৯ই অক্টোবর ২০২৫

#

অর্থহীনের তিন সদস্য (বাঁ থেকে) মার্ক ডন, সুমন ও এহতেশাম আলী। ছবি: সংগৃহীত

শেষ হচ্ছে অপেক্ষার পালা। বিশ্বব্যাপী মুক্তির জন্য প্রস্তুত অর্থহীন ব্যান্ডের নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ২’। ১৭ই অক্টোবর বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে অ্যালবামটি। নতুন অ্যালবামের পাশাপাশি নানা বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেন অর্থহীন ব্যান্ডের প্রধান সাইদুস সালেহীন খালেদ সুমন। যিনি বেজ বাবা সুমন নামে পরিচিত।

২০২২ সালে ফিনিক্সের ডায়েরি দিয়ে ছয় বছরের বিরতি কাটিয়ে অর্থহীন প্রকাশ করেছিল তাদের নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ১’। এর তিন বছর পর আসছে ফিনিক্সের ডায়েরি ২।

সুমন বলেন, ‘আশা করছি অ্যালবামটি তীব্র ক্ষোভ এবং প্রতিশোধের গল্প তুলে ধরার পাশাপাশি সংগীতের সীমানা ছাড়িয়ে যাবে। যেখানে প্রথম অ্যালবামে ফিনিক্সের সহনশীলতা এবং পুনর্জন্মের চিত্র ছিল। এই অ্যালবাম হবে পূর্বের চেয়েও অন্ধকার, আরও তীব্র এবং সংগীতগতভাবে আরও সমৃদ্ধ।’

ফিনিক্সের ডায়েরি ১ অ্যালবামের তিনটি গান তৈরি হয়েছে বাংলা ন্যু রক ঘরানায়। অ্যালবামের ৮টি গানের মধ্যে ৫টি গান তৈরি হয়েছে নতুন এই ঘরানায়।

বেজ বাবা সুমন বলেন, ‘ফিনিক্সের ডায়েরি ২ একটি ভিন্ন ধারার অ্যালবাম। ফিনিক্সের ডায়েরি অ্যালবামের কয়েকটি গানে সেই ইঙ্গিত আমরা দিয়েছিলাম। গানগুলো তৈরির পর এটার জনরা ডিফাইন করা যাচ্ছিল না। পরে আমরা একটা নাম দিই বাংলা ন্যু রক। এই নামে আসলে কোনো জনরা নেই।'

তিনি বলেন, 'এ নিয়ে স্পটিফাইয়ের সঙ্গে কথা বলার পর তারা এটাকে স্বীকৃতি দিয়েছিল। গানগুলো শুনে অনেকে ধাক্কা খেতে পারেন যে এটা কোন ঘরানার গান। আমার বিশ্বাস, ধীরে ধীরে এটা সয়ে যাবে। সবাইকে বলব, একবার শুনে বন্ধ করে দিয়েন না। কয়েকবার শোনেন।’

জে.এস/

অর্থহীন ব্যান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250