বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজশাহীতে আ.লীগ নেতার তিন ছেলে-মেয়ের জামিন *** খাগড়াছড়িতে ধর্ষণ ও হামলার ঘটনায় আজ তথ্যানুসন্ধান দল পাঠাচ্ছে গণতান্ত্রিক অধিকার কমিটি *** শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করার নির্দেশ প্রধান উপদেষ্টার *** ৭ বছর পর জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়া *** একাধিক দেশের পাসপোর্টধারী ও নাগরিক বলে কাকে ইঙ্গিত করলেন উপদেষ্টা *** তেজগাঁওয়ে হোলি রোজারি চার্চের সামনে বুধবার যা ঘটল *** ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মবার্ষিকী অনুষ্ঠান বন্ধের চেষ্টা, পুলিশের হস্তক্ষেপ *** দুদকের মামলার আসামি হওয়ার একদিন পর ট্রাইব্যুনালের ‘বিচারক’ *** ভারতের পররাষ্ট্রসচিবের বক্তব্য ‘অযৌক্তিক’: তৌহিদ হোসেন *** ১৫–১৮ই নভেম্বরের মধ্যে গণভোট সম্ভব, হিসাব দিলেন জামায়াত নেতা তাহের

অপেক্ষার পালা শেষে আসছে অর্থহীনের নতুন অ্যালবাম

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১২ পূর্বাহ্ন, ৯ই অক্টোবর ২০২৫

#

অর্থহীনের তিন সদস্য (বাঁ থেকে) মার্ক ডন, সুমন ও এহতেশাম আলী। ছবি: সংগৃহীত

শেষ হচ্ছে অপেক্ষার পালা। বিশ্বব্যাপী মুক্তির জন্য প্রস্তুত অর্থহীন ব্যান্ডের নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ২’। ১৭ই অক্টোবর বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে অ্যালবামটি। নতুন অ্যালবামের পাশাপাশি নানা বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেন অর্থহীন ব্যান্ডের প্রধান সাইদুস সালেহীন খালেদ সুমন। যিনি বেজ বাবা সুমন নামে পরিচিত।

২০২২ সালে ফিনিক্সের ডায়েরি দিয়ে ছয় বছরের বিরতি কাটিয়ে অর্থহীন প্রকাশ করেছিল তাদের নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ১’। এর তিন বছর পর আসছে ফিনিক্সের ডায়েরি ২।

সুমন বলেন, ‘আশা করছি অ্যালবামটি তীব্র ক্ষোভ এবং প্রতিশোধের গল্প তুলে ধরার পাশাপাশি সংগীতের সীমানা ছাড়িয়ে যাবে। যেখানে প্রথম অ্যালবামে ফিনিক্সের সহনশীলতা এবং পুনর্জন্মের চিত্র ছিল। এই অ্যালবাম হবে পূর্বের চেয়েও অন্ধকার, আরও তীব্র এবং সংগীতগতভাবে আরও সমৃদ্ধ।’

ফিনিক্সের ডায়েরি ১ অ্যালবামের তিনটি গান তৈরি হয়েছে বাংলা ন্যু রক ঘরানায়। অ্যালবামের ৮টি গানের মধ্যে ৫টি গান তৈরি হয়েছে নতুন এই ঘরানায়।

বেজ বাবা সুমন বলেন, ‘ফিনিক্সের ডায়েরি ২ একটি ভিন্ন ধারার অ্যালবাম। ফিনিক্সের ডায়েরি অ্যালবামের কয়েকটি গানে সেই ইঙ্গিত আমরা দিয়েছিলাম। গানগুলো তৈরির পর এটার জনরা ডিফাইন করা যাচ্ছিল না। পরে আমরা একটা নাম দিই বাংলা ন্যু রক। এই নামে আসলে কোনো জনরা নেই।'

তিনি বলেন, 'এ নিয়ে স্পটিফাইয়ের সঙ্গে কথা বলার পর তারা এটাকে স্বীকৃতি দিয়েছিল। গানগুলো শুনে অনেকে ধাক্কা খেতে পারেন যে এটা কোন ঘরানার গান। আমার বিশ্বাস, ধীরে ধীরে এটা সয়ে যাবে। সবাইকে বলব, একবার শুনে বন্ধ করে দিয়েন না। কয়েকবার শোনেন।’

জে.এস/

অর্থহীন ব্যান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250