বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজশাহীতে আ.লীগ নেতার তিন ছেলে-মেয়ের জামিন *** খাগড়াছড়িতে ধর্ষণ ও হামলার ঘটনায় আজ তথ্যানুসন্ধান দল পাঠাচ্ছে গণতান্ত্রিক অধিকার কমিটি *** শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করার নির্দেশ প্রধান উপদেষ্টার *** ৭ বছর পর জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়া *** একাধিক দেশের পাসপোর্টধারী ও নাগরিক বলে কাকে ইঙ্গিত করলেন উপদেষ্টা *** তেজগাঁওয়ে হোলি রোজারি চার্চের সামনে বুধবার যা ঘটল *** ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মবার্ষিকী অনুষ্ঠান বন্ধের চেষ্টা, পুলিশের হস্তক্ষেপ *** দুদকের মামলার আসামি হওয়ার একদিন পর ট্রাইব্যুনালের ‘বিচারক’ *** ভারতের পররাষ্ট্রসচিবের বক্তব্য ‘অযৌক্তিক’: তৌহিদ হোসেন *** ১৫–১৮ই নভেম্বরের মধ্যে গণভোট সম্ভব, হিসাব দিলেন জামায়াত নেতা তাহের

আমেরিকার যুদ্ধে জড়ানোর বিরুদ্ধে বেশিরভাগ নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৫

#

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইসরায়েলি সেনারা। গতকাল মঙ্গলবার (১৭ই জুন) ইসরায়েলের রাজধানী তেল আবিবের রামাতগানে। ছবি: এএফপি

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানাভাবে ইরানকে হুমকি ধামকি দিলেও সরাসরি যুদ্ধে জড়িত হওয়ার কোনো ইঙ্গিত এখনো দেননি। তার প্রশাসন ও দলের লোকদের বেশিরভাগই মধ্যপ্রাচ্যে আমেরিকার আরেকটি যুদ্ধে জড়ানোর বিরোধিতা করছেন। যদিও ট্রাম্প ইসরায়েলকে সব ধরনের সহযোগিতা দেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন। ইরান-ইসরায়েল যুদ্ধে আমেরিকান অস্ত্রের শ্রেষ্ঠত্বের গুনগানই গেয়েছেন তিনি।

এ পরিস্থিতিতে সাধারণ আমেরিকানরা কী ভাবছেন? এ নিয়ে সম্প্রতি পরিচালিত একটি মতামত জরিপ নিয়ে প্রতিবেদন করেছে আল-জাজিরা।

সমীক্ষায় দেখা গেছে, আমেরিকানরা ইসরায়েল-ইরান সংঘাতে আমেরিকার সামরিকভাবে জড়িত হওয়ার বিরোধিতা করছেন। মার্কিন জরিপ সংস্থা ইউগভের পরিচালিত সমীক্ষায় দেখা গেছে, জরিপে অংশ নেওয়া প্রায় ৬০ শতাংশ আমেরিকান মনে করেন, আমেরিকার সামরিক বাহিনীর চলমান সংঘাতে জড়িত হওয়া উচিত নয়।

মাত্র ১৬ শতাংশ মার্কিন জড়িত থাকার পক্ষে, যেখানে ২৪ শতাংশ বলেছেন, কী করা উচিত এ বিষয়ে তারা নিশ্চিত নন। এ দিকে ডেমোক্র্যাটদের মধ্যে, যারা আমেরিকার হস্তক্ষেপের বিরোধিতা করেন, তাদের হার ৬৫ শতাংশ এবং রিপাবলিকানদের মধ্যে এ হার ৫৩ শতাংশ। প্রায় ৬১ শতাংশ স্বতন্ত্র ভোটার এ পদক্ষেপের বিরোধিতা করেন।

সমীক্ষায় আরও দেখা গেছে, অর্ধেক আমেরিকান ইরানকে আমেরিকার শত্রু হিসেবে দেখেন। যেখানে ২৫ শতাংশ মনে করেন, ইরান বন্ধুত্বপূর্ণ নয়।

ইরান-ইসরায়েল যুদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250