ছবি: সংগৃহীত
বলিউড তারকাদের হলিউড যোগ নতুন কিছু নয়। প্রিয়াঙ্কা, দীপিকারা অনেক আগেই নাম লিখিয়েছেন। হালের আলিয়া ভাটেরও অভিষেক হয়েছে। এবার তালিকায় নাম উঠছে সালমান খানের। হলিউডে নাম লেখাচ্ছেন ভাইজান। এরইমধ্যে ফাঁস হয়েছে তার হলিউডি লুক।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত আর্জেন্টিনার সিনেমা ‘সেভেন ডগস’-এর হলিউড রিমেক তৈরি হচ্ছে। ছবিটি পরিচালনা করেছিলেন রড্রিগো গুয়েরার। থ্রিলারধর্মী এ সিনেমায় বিশেষ চরিত্রে থাকছেন বলিউড সুপারস্টার।
আরও পড়ুন: দুই দেশে মাসব্যাপী উদযাপিত হয় এই অভিনেত্রীর জন্মদিন
এরইমধ্যে শুটিং শুরু হয়েছে ছবির। দুবাইতে চলছে দৃশ্যধারণের কাজ। সূত্রের খবর, সেখানে মুম্বাইয়ের ধারাভি বসতির আদলে বিশাল সেট তৈরি হয়েছে। এতে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে ভাইজানকে।
তবে সালমানের চরিত্রটি নিয়ে এখনই কিছু বলতে চান না নির্মাতারা। যদিও জানা গেছে চরিত্রটিতে চমক আছে। এরইমধ্যে ফাঁস হয়েছে তার একটি লুক। দেখা গেছে, অফ হোয়াইট রঙের স্যুটে পকেটে হাত দিয়ে এক রেস্তরাঁয় দাঁড়িয়ে রয়েছেন পর্দার টাইগার।
শোনা যাচ্ছে, সালমানের পাশাপাশি সঞ্জয় দত্তকেও ক্যামিও করতে দেখা যাবে ছবিটিতে। অ্যাকশন দৃশ্যে এক হবেন তারা। যা মন ভরিয়ে দেবে দর্শকের।
এসি/ আই.কে.জে