রবিবার, ৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কিশোর কুমারের চরিত্রে অভিনয় করবেন আমির খান!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫১ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

একের পর এক ব্যর্থতায় মাঝে বক্স অফিস থেকে বেশ লম্বা একটা বিরতি নিয়েছেন আমির খান। তবে এই সুপারস্টার আবার ফিরছেন দর্শক দরবারে।  

পিংকভিলা তাদের সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ভারতের খ্যাতিমান সংগীতশিল্পী কিশোর কুমারকে নিয়ে বায়োপিক নির্মাণ করবেন অনুরাগ বসু। আর সেখানেই কিশোর কুমারের চরিত্রে অভিনয় করার প্রস্তাব পেয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান।

সম্প্রতি ‘সিতারে জামিন পার’-এর শ্যুটিং সেরে ফেলেছেন আমির। যেটি কিনা আগামী ২০২৫ এ মুক্তি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এছাড়াও পিঙ্কভিলা সূত্রের খবর, আমিরের ঝুলিতে নাকি রয়েছে আরও ৫ টি ছবি, যেগুলো করার জন্য নাকি বেশ আগ্রহী নায়ক। তার মধ্যে রয়েছে কিশোর কুমারের বায়োপিক।

আরও পড়ুন: ভিডিও বানিয়ে মাসে কত টাকা আয় করেন কুদ্দুস বয়াতি!

ইতোমধ্যে প্রযোজক ভূষণ কুমারের সঙ্গে কিশোর কুমারের বায়োপিক নিয়ে আলোচনা করেছেন আমির খান ও নির্মাতা অনুরাগ। এখনও পর্যন্ত তাদের মধ্যে চার-পাঁচটি মিটিং হয়েছে বলেও সূত্র উল্লেখ করেছে।

সূত্রটি আরও জানিয়েছে, কিশোর কুমারের বায়োপিক অনুরাগ বসু এবং ভূষণ কুমারের এক স্বপ্নের প্রজেক্ট। তারা সুন্দরভাবে এই প্রজেক্টটি উপস্থাপন করতে চান। এদিকে আমির খানও কিশোর কুমারের একজন বড় অনুরাগী। আর তাই তিনিও অনুরাগ বসুকে এই কিংবদন্তির জীবন তুলে ধরার বিষয়ে সাহায্য করতে চান। পরিচালক এই ছবিটিকে একটা অন্যমাত্রা দিতে চান, নিখুঁতভাবে ছবিটি বানাতে চান। আর এই বিষয়টিই আমিরকে সবচেয়ে বেশি আগ্রহী করেছে।

এসি/কেবি

আমির খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন