বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, কিছুই করা যায় না: ফাওজুল কবির খান *** আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র *** ‘গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমকর্মীদেরই আদায় করতে হবে’ *** নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সিম্প্যাথি’ পেতে মিথ্যা বলছেন: মির্জা আব্বাস *** ড্রোন বানাবে বাংলাদেশ বিমানবাহিনী, সহায়তা করবে চীন *** নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ইসির কাছে ৭১ সংগঠনের ১০ সুপারিশ *** ‘নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না’ *** ‘কাজের টোপ’ দিয়ে রাশিয়ায় নিয়ে বাংলাদেশিদের পাঠানো হচ্ছে যুদ্ধে *** পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না: শফিকুর রহমান *** বিচ্ছেদের পর গলায় স্ত্রীর ছবি ঝুলিয়ে দুধ দিয়ে গোসল

এখন নেইমারকে কেনা হবে শুধু জার্সি বিক্রির জন্য

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৯ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নেইমার মানেই ছিল ড্রিবলিংয়ের জাদু, নেইমার মানেই ছিল গ্যালারিতে উন্মাদনা। ‘ছিল’ বলতে হচ্ছে, কারণ সময়ের চাকা বড় নিষ্ঠুর। ইউরোপ মাতানো সেই নেইমার এখন ৩৩ বছরের ‘বুড়ো’। বার্সেলোনা কিংবা পিএসজিতে যে নেইমারের পায়ের জাদুতে স্টেডিয়ামে গর্জে উঠত, সেই জাদুকর এখন চোটের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত।

সৌদি ক্লাব আল-হিলালে বড়সড় চোটে পড়ার পর নাড়ির টানে ফিরেছিলেন সান্তোসে। কিন্তু সেখানেও টানা খেলার মতো অবস্থায় যেতে পারেননি। ফলে ব্রাজিল দলেও জায়গা হারিয়েছেন। কিন্তু মরিয়া নেইমার ২০২৬ বিশ্বকাপে খেলতে চান।

আর সে কারণে তার খেলার মধ্যে থাকা জরুরি। সান্তোসের সঙ্গে ৩১শে ডিসেম্বর তার চুক্তি শেষ হয়ে যাবে। শোনা যাচ্ছে, নিজেকে জাতীয় দলে খেলার মতো যোগ্য প্রমাণ করতে এরপর ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাবে যেতে চান নেইমার।

তবে সেই সম্ভাবনা নিয়ে এখন চলছে কাটাছেঁড়া। আর সেই আলোচনায় ঘি ঢেলেছেন সাবেক ইংলিশ উইঙ্গার ক্রিস ওয়াডল। তার মতে, কোনো ইংলিশ ক্লাব যদি এখন নেইমারকে দলে নেয়, তবে সেটা ফুটবলীয় কারণে হবে না, হবে শুধু ‘জার্সি বিক্রির’ জন্য!

এটা অস্বীকার করার উপায় নেই, এখনো নেইমার মানে সামাজিক যোগাযোগমাধ্যমে কোটি কোটি লাইক ও ভিউ। বাণিজ্যিকভাবে তার আবেদন এখনো তুঙ্গে। কিন্তু প্রিমিয়ার লিগের মতো দমছুট গতির ফুটবলে নেইমার কতটা খাপ খাবেন, তা নিয়ে বড়সড় এক প্রশ্নবোধক চিহ্ন ঝুলিয়ে দিয়েছেন ওয়াডল।

তিনি স্পষ্ট বলেছেন, ‘আমার মনে হয় না, কোনো বড় ক্লাব তাকে নেবে। তার হাঁটুতে গুরুতর চোট ছিল। প্রিমিয়ার লিগ হলো গতির খেলা। কেউ যদি তাকে দলে টানে, তবে সেটা হবে তার প্রোফাইল আর জার্সি বিক্রির কথা মাথায় রেখে। মাঠের পারফরম্যান্সে তিনি দলকে খুব বেশি কিছু দিতে পারবেন বলে মনে হয় না।’

উপমা দিয়ে ওয়াডল আরও খোঁচা মেরেছেন, ‘নেইমার তো আর শেফিল্ড ওয়েনসডেতে খেলতে আসবেন না, তা–ই না? বড় কোনো ক্লাব যদি তাকে নেয়, তবে সেটা হবে শুধুই প্রচার আর বিপণনের জন্য। দল হিসেবে তারা কতটা শক্তিশালী হবে, সে প্রশ্ন থেকেই যায়।’

আর নেইমারকে নিলেও ব্রাজিলের খুব বেশি লাভ হবে না বলে মনে করেন ওয়াডল, ‘ও ব্রাজিল দলে ফেরার চেষ্টা করছে। সত্যি বলতে কি, ব্রাজিল এখন আগের মতো শক্তিশালী নয়। নেইমার হয়তো দলে ঢুকবে, কিন্তু আমি ওর বিশ্বকাপ জয়ের কোনো সম্ভাবনা দেখছি না।’

২০২৫ মৌসুমে সান্তোসকে অবনমন থেকে বাঁচাতে সাহায্য করেছেন নেইমার। সম্প্রতি হ্যাটট্রিকও করেছেন। কিন্তু ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে আসছে। গুঞ্জন আছে, প্রিমিয়ার লিগে না হলে বন্ধু মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে আবার জুটি বাঁধতে পারেন তিনি।

তবে আপাতত নেইমার আছেন ছুটিতে। বেলো হরিজেন্তেতে গতকাল সোমবার নেইমারের বাঁ হাঁটুতে মেনিসকাস চোটের অস্ত্রোপচার হওয়ার কথা। গত মাসের শেষ দিকে এই চোট পান নেইমার। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, নেইমারের অস্ত্রোপচার থেকে সেরে উঠতে সর্বোচ্চ এক মাস সময় লাগবে।

জে.এস/

নেইমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250