শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

২০১৪ সালের পর শতাধিক আসন পাচ্ছে কংগ্রেস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫১ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

২০১৪ সালের লোকসভা নির্বাচনের পর এই প্রথম কংগ্রেস একশটির মতো আসনে জিততে চলেছে। ২০১৯ সালের নির্বাচনে ৫২টি এবং ২০১৪ সালে কেবল ৪৪টি আসনে জয় পেয়েছিল দলটি। তার আগের নির্বাচনে (২০০৯ সালে) কংগ্রেস তখন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্সের নেতৃত্বে ২০৬টি আসন জিতেছিল।

মঙ্গলবার (৪ঠা জুন) দুপুর পৌনে তিনটা পর্যন্ত কংগ্রেসের ৯৭টি আসনে জয়ের আভাস পাওয়া গেছে। কোনো কোনো গণমাধ্যমে শতাধিক আসনের কথাও বলা হচ্ছে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৭টি আসনে এগিয়ে রয়েছে। আর কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এগিয়ে আছে ২২৬ আসনে। গত বছরের জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ তৃতীয় মেয়াদে যাতে ক্ষমতায় না আসতে পারে সেলক্ষ্যে ইন্ডিয়া জোট গঠিত হয়েছিল। 

আরো পড়ুন: বিজেপির এনডিএ’র সঙ্গে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’র হাড্ডাহাড্ডি লড়াই

২০১৪ সালে কী ঘটেছে?

২০১৪ সালে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস নরেন্দ্র মোদির বিজেপির মুখোমুখি হয়েছিল। ওই নির্বাচনে বিশাল পরাজয়ের মুখে পড়ে উপমহাদেশের প্রাচীন দলটি। ১৬২টি আসন হারায় এবং প্রায় ৯ দশমিক ৩ শতাংশ ভোট কমে যায়। সেই সময় মোদির হাত ধরে হিন্দুত্ববাদের উত্থান ঘটে। গুজরাট, রাজস্থান, বিহার, ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশে ব্যাপক জয়লাভ করে। ১০ বছর আগে ওই ভোটে দেশের ৫৪৩টি আসনের মধ্যে এনডিএ জোট ৩৩৬টিতে জয় পায়, এককভাবে বিজেপি পেয়েছিল ২৮২টি আসন।

এনডিএ উত্তর প্রদেশে ৭৩টি, মহারাষ্ট্রে ৪১টি, বিহারে ৩১টি এবং মধ্যপ্রদেশে ২৭টি আসন জেতে। এটি গুজরাটের ২৬টি, রাজস্থানের ২৫টি, দিল্লির সাতটি, হিমাচল প্রদেশের চারটি এবং উত্তরাখন্ডের পাঁচটি আসন জিতেছে এবং ঝাড়খণ্ডের ১৪টির মধ্যে ১২টি, ছত্তিশগড়ের ১১টির মধ্যে ১০টি এবং হরিয়ানার ১০টি আসনের মধ্যে সাতটি জিতেছে৷ কংগ্রেস উত্তর প্রদেশে মাত্র দুটি আসন জিতেছে- দলের শক্ত ঘাঁটি আমেঠি ও রায়বরেলি। 

সূত্র: এনডিটিভি

এইচআ/  

লোকসভা নির্বাচন কংগ্রেস

খবরটি শেয়ার করুন