বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, কিছুই করা যায় না: ফাওজুল কবির খান *** আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র *** ‘গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমকর্মীদেরই আদায় করতে হবে’ *** নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সিম্প্যাথি’ পেতে মিথ্যা বলছেন: মির্জা আব্বাস *** ড্রোন বানাবে বাংলাদেশ বিমানবাহিনী, সহায়তা করবে চীন *** নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ইসির কাছে ৭১ সংগঠনের ১০ সুপারিশ *** ‘নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না’ *** ‘কাজের টোপ’ দিয়ে রাশিয়ায় নিয়ে বাংলাদেশিদের পাঠানো হচ্ছে যুদ্ধে *** পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না: শফিকুর রহমান *** বিচ্ছেদের পর গলায় স্ত্রীর ছবি ঝুলিয়ে দুধ দিয়ে গোসল

ফিফা বিশ্বকাপের ভিসা চালু করে যুক্তরাষ্ট্র জানাল, টিকিট মানেই প্রবেশ নয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে ইচ্ছুক লাখো দর্শকের জন্য দ্রুততর ভিসা ব্যবস্থা চালু করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তবে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, টিকিট থাকলেই যুক্তরাষ্ট্রে প্রবেশ নিশ্চিত নয়। খবর দ্য গার্ডিয়ানের।

সোমবার (১৭ই নভেম্বর) হোয়াইট হাউসে ঘোষিত ‘ফিফা প্রায়োরিটাইজড অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম’-এর মাধ্যমে ম্যাচ টিকিটধারীরা ভিসা সাক্ষাৎকারের ক্ষেত্রে অন্যান্য আবেদনকারীর তুলনায় অগ্রাধিকার পাবেন। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, এটি কেবল দ্রুত সাক্ষাৎকারের সুযোগ দেবে—ভিসা অনুমোদন বা যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা নয়।

রুবিও বলেন, ‘আপনার টিকিট ভিসা নয়। এটি কেবল দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করবে, কিন্তু সব ধরনের যাচাইবাছাই একই থাকবে।‘

এই সতর্কতার অর্থ হল, যুক্তরাষ্ট্রের বাইরের প্রায় ১০ লাখ মানুষ যারা এরই মধ্যে টিকিট কিনেছেন, তাদের বৈধ ম্যাচের পাস এবং দ্রুত অ্যাপয়েন্টমেন্ট স্লট থাকা সত্ত্বেও দেশটিতে প্রবেশে বাধা দেওয়া হতে পারে।

ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো জানান, বিশ্বকাপ কর্মকর্তারা শেষ পর্যন্ত প্রায় ৬০ থেকে ৭০ লাখ টিকিট বিক্রি করবেন এবং সারা বিশ্ব থেকে আমেরিকায় আসবে প্রায় ৫০ লাখ থেকে ১ কোটি মানুষ।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আগামী জুনে টুর্নামেন্টটি আয়োজন করবে। চাহিদা সামাল দিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশ্বজুড়ে ৪০০–এর বেশি অতিরিক্ত কনস্যুলার কর্মকর্তা নিয়োগ করেছে। 

রুবিওর মতে, অনেক দেশের ভিসা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষা এক বছর থেকে নেমে ৬০ দিনের মধ্যে এসেছে। তিনি বলেন, ‘ব্রাজিল বা আর্জেন্টিনার মতো দেশগুলোয় যেখানে এক বছর অপেক্ষা করতে হতো, এখন দুই মাসের কম সময়েই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে।‘

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য সমস্যার কারণ দেখিয়ে কিছু শহর থেকে ম্যাচ সরিয়ে নেয়ার হুমকি দিয়েছেন। বিশেষভাবে, সিয়াটল শহর থেকে ম্যাচ সরানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। শহরটির নতুন মেয়রকে ‘ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট’ বলে আখ্যা দেন ট্রাম্প। সিয়াটলে ছয়টি ম্যাচ হওয়ার কথা।

ট্রাম্প বলেন, ‘যদি সামান্য ঝামেলার আশঙ্কাও থাকে, আমি ইনফান্তিনোকে ম্যাচ অন্য শহরে নিতে বলব। অনেক শহরই ম্যাচ আয়োজন করতে চায়।‘ তিনি আরো বলেন, লস অ্যাঞ্জেলেসে অপরাধ নিয়ে উদ্বেগ থাকলে সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করতেও তিনি প্রস্তুত।

যুক্তরাষ্ট্র ১৯৯৪ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। এবারের টুর্নামেন্টে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে।

২০২৬ ফুটবল বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250