সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি *** নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত *** প্রথম আলোর আলোচনায় জুলাই সনদ *** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’ *** পুঁজিবাজার চাঙা করতে আইসিবিকে ১০০০ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা

মনমোহন সিং ছিলেন ভারতীয় রাজনীতির উজ্জ্বল নক্ষত্র

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫০ পূর্বাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৪

#

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। ফাইল ছবি

ভারতের প্রখ্যাত অর্থনীতিবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ১৩তম প্রধানমন্ত্রী মনমোহন সিং। যার জন্ম পশ্চিম পাঞ্জাবের গাহ এলাকায়। ভারতে সবচেয়ে দীর্ঘসময় দায়িত্ব পালন করা সাবেক এই প্রধানমন্ত্রী ও আলোচিত রাজনীতিবিদ মনমোহন সিং আর নেই। দীর্ঘদিন রোগভোগের পর বৃহস্পতিবার (২৬শে ডিসেম্বর) রাতে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সাইন্সেস হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে তিনি অর্থনীতিতে উচ্চশিক্ষা গ্রহণ করেন কেমব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৯১ সালে ভারতের রাজনৈতিক পটভূমিতে অভিষেক ঘটে বিচক্ষণ এই নেতার। সাবেক প্রধানমন্ত্রী পি. ভি. নরসিমা রাও তাকে নিজের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এছাড়াও ভারতের অর্থসচিব, রিজার্ভ ব্যাংকের গভর্নর ও পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ভারতের প্রথম শিখ ধর্মের প্রধানমন্ত্রী হিসেবে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা দশ বছর কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

ব্যক্তিগত জীবনে একজন নিরহংকার ও সহজ-সরল মানুষ হিসেবে পরিচিত ছিলেন মনমোহন সিং। তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা ও নীরব সমর্থক স্ত্রী গুরুশরণ কৌরের সঙ্গে সংসার করেছেন প্রায় ৬৬ বছর। বাবা হিসেবে একনিষ্ঠ দায়িত্ব পালন করেছেন তিন কন্যা উপিন্দর সিং, দমন সিং, ও অমৃতা সিংয়ের প্রতি।

ভারতের একজন খ্যাতনামা অর্থনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন মনমোহন সিং। যুক্ত ছিলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), উদার অর্থনৈতিক ব্যবস্থা ইত্যাদি নীতিমালার সঙ্গে। ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক পটপরিবর্তনের একজন প্রধান রূপকার হিসেবে পালন করেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। মনমোহন সিংয়ের বিদায়ে বলা যায়– ঝরে গেলো ভারতীয় রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র!

আই.কে.জে/ 

মনমোহন সিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250