সোমবার, ১লা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

পুকুরের পানি হঠাৎ হলো গোলাপি!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

সম্প্রতি যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যে এমন বিচিত্র এক পুকুরের সন্ধান মিলেছে, যার পানির রং গোলাপি। বিজ্ঞানীরা বলছেন, অতি খরার কারণেই ওই পুকুরের পানি গোলাপি বর্ণের হয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের হাওয়াইর মাউইর কেইলিয়া পন্ড ন্যাশনাল ওয়াইন্ডলাইফ রিফিউজ নামে বন্যপ্রাণীর জন্য সংরক্ষিত এলাকায় এ ঘটনা পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কেইলিয়া পন্ড ন্যাশনাল ওয়াইন্ডলাইফ রিফিউজির ম্যানেজার ব্রেট উলফ বলেন, আমি একজনের কাছ থেকে একটি খবর পেয়েছি যে এখানে অদ্ভুত কিছু ঘটছে।

আরো পড়ুন : যে গ্রামের পুরুষদের বিয়ে করতে চায় না কোনো নারী

প্রথমে ব্রেট ভেবেছিলেন, কোনো অ্যালগি বা শৈবালের প্রভাবে সেখানকার পানি গোলাপি বর্ণ ধারণ করেছে। কিন্তু পরে পরীক্ষা করে দেখা যায়, বর্তমানে এ পুকুরের পানির লবণাক্ততার মাত্রা সমুদ্রের পানির থেকেও প্রায় দ্বিগুণ। প্রচণ্ড গরম ও লবণাক্ততা বেড়ে যাওয়ায় সেখানকার পানিতে একধরনের এককোষী ব্যাকটেরিয়া জন্মেছে। এর প্রভাবেই পানির রং উজ্জ্বল গোলাপি হয়ে গেছে। তবে বৃষ্টি হলে পুকুরে নতুন পানি ঢুকলে পানির রং আবার পরিবর্তন হয়ে স্বাভাবিক হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সূত্র : গালফ

এস/ আই. কে. জে/ 

গোলাপি পুকুরের পানি

খবরটি শেয়ার করুন