ছবি: সংগৃহীত
দুর্গাপূজা সমাগত। চলছে শেষ সময়ের প্রস্তুতি। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে যাবতীয় নিরাপত্তার প্রস্তুতি গ্রহণ করেছে শরীয়তপুরের প্রশাসন ও মণ্ডপ কমিটি।
এবার শরীয়তপুরে ১০২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা পালন করা হবে। গত বছর ৯৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। সেই পরিসংখ্যানে এবার বেড়েছে পূজামণ্ডপ। শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিমাগুলো। আগামী কয়েক দিনের মধ্যে সব মণ্ডপে চলে যাবে প্রতিমা। এ জন্য শরীয়তপুরে বিভিন্ন স্থানে কারিগরদের দিন-রাত কাটছে প্রতিমার রঙের কাজে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলায় ১০২টি পূজামণ্ডপে দুর্গাপূজা পালন করা হবে। এর মধ্যে পালং উপজেলায় ৩৩টি, জাজিরায় ৫টি, নড়িয়ায় ৩৩টি, গোসাইরহাটে ৮টি, ডামুড্যায় ৬টি, ভেদরগঞ্জে ১৫টি ও সখিপুরে ২টিতে দুর্গাপূজা হবে।
শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী পালিত হবে শুক্রবার (১১ই অক্টোবর)। মহানবমী পালিত হবে আগামী শনিবার (১২ই অক্টোবর) আর বিজয়া দশমী পালিত হবে আগামী রোববার (১৩ই অক্টোবর)।
আরও পড়ুন: কানাডায় সনাতন ধর্মাবলম্বীদের মহালয়া পালিত
শরীয়তপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট অমিত ঘটক চৌধুরী গণমাধ্যমকে বলেন, এবার জেলার ১০২টি মণ্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। এখন পর্যন্ত সব ঠিক রয়েছে। নির্বিঘ্নে পূজা উদযাপনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমাদেরও স্বেচ্ছাসেবক থাকবে। শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হবে এই বিশ্বাস আমাদের রয়েছে।
জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মণ্ডপ কমিটির সঙ্গে আলোচনা করে নিরাপত্তার নানা বিষয়ে আলোচনা হয়েছে। আশা করছি, উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন হবে।
এসি/ আই.কে.জে/