সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্প প্রশাসনের অর্থমন্ত্রী হচ্ছেন স্কট বেসেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৮ পূর্বাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে নতুন অর্থমন্ত্রী বা ট্রেজারি সেক্রেটারি পদে ৬২ বছর বয়সী স্কট বেসেন্টকে মনোনয়ন দিয়েছেন।

বৃহস্পতিবার রাতে ট্রাম্প ঘোষণা করেন, স্কট বেসেন্টকে অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। বেসেন্ট একজন অভিজ্ঞ ওয়াল স্ট্রিট অর্থনীতিবিদ এবং জর্জ সোরোসের অধীনে কাজ করেছেন। ট্রাম্পের ২০২৪ নির্বাচনী প্রচারণার প্রথম দিনের সমর্থক ছিলেন তিনি। তিনি ট্রাম্পের অর্থনৈতিক নীতির প্রতি বিশ্বাসী এবং আমেরিকা ফার্স্ট এজেন্ডা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

ট্রাম্প আরও বলেন, বেসেন্ট তার প্রশাসনের নীতির মাধ্যমে মার্কিন প্রতিযোগিতা বৃদ্ধি করবেন এবং অবৈধ বাণিজ্য ভারসাম্যহীনতা বন্ধ করবেন।

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তান

বেসেন্টের মনোনয়ন ঘোষণার পর ট্রাম্প আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন দেন। যাদের মধ্যে শ্রমমন্ত্রী হিসেবে ডি রেমার এবং স্কট টার্নারকে গৃহায়ন ও শহর উন্নয়ন মন্ত্রীর পদে মনোনীত করা হয়েছে। এছাড়া ড. জানেট নেশিওয়াটকে সার্জন জেনারেল এবং ড. ডেভ ওয়েলডনকে সিডিসি পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে।

বেসেন্ট জানিয়েছেন, যদি নতুন প্রশাসনে ট্যাক্স কাটায় কোনো পরিবর্তন না আসে তবে এটি হবে মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় ট্যাক্স বৃদ্ধির ঘটনা।

এমন একটি সময়ে স্কট বেসেন্টকে মনোনীত করা হলো যখন মার্কিন অর্থনীতি এবং বাণিজ্যনীতি নিয়ে গভীর আলোচনা চলছে। বেসেন্টের প্রজ্ঞা ও তার অভিজ্ঞতা, বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি (ডিজিটাল মুদ্রা) এবং সোরোসের অধীনে কাজ করার অভিজ্ঞতা, ট্রাম্পের প্রশাসনকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে পারে।

সূত্র: খবর রয়টার্স

এসি/ আই.কে.জে/


ট্রাম্প প্রশাসন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন