ছবি: সংগৃহীত
আগামীকাল ১৭ই অক্টোবর লালনের ১৩৫তম তিরোধান দিবস। দিবসটি উপলক্ষে কুষ্টিয়া ও ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে লালন উৎসব। সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, এবারের লালন উৎসব হবে ভক্ত, সাধক আর শিল্পীদের মিলনমেলা।
কুষ্টিয়ায় এই উৎসবে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন বিশ্বখ্যাত ভারতীয় সাহিত্যতাত্ত্বিক, লেখক ও অনুবাদক এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক।
'নতুন বাংলাদেশের সাংস্কৃতিক অভিযাত্রা'র অংশ হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং শিল্পকলা একাডেমি ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় এই উৎসব ভক্ত, সাধক ও শিল্পীদের এক মহামিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে।
এই আয়োজনে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। জানা গেছে, তিনি ১৭ই অক্টোবর কুষ্টিয়ার লালন বক্তৃতায় বক্তব্য দেবেন। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
এ প্রসঙ্গে ফারুকী তার ফেসবুক পোস্টে গায়ত্রীর ছবি পোস্ট করে লিখেছেন, 'অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক এসেছেন। কুষ্টিয়ায় লালন উৎসবে যোগ দিয়ে বক্তব্য দেবেন তিনি!'
গায়ত্রী চক্রবর্তী স্পিভাক প্রায় পাঁচ দশক ধরে তুলনামূলক সাহিত্য, নিম্নবর্গের ইতিহাস, নারীবাদ, সামাজিক ও রাজনৈতিক তত্ত্ব এবং দর্শন নিয়ে গবেষণা ও অধ্যাপনা করে আসছেন। তার এ অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে চলতি বছর তিনি নরওয়ের হলবার্গ পুরস্কারে ভূষিত হন। সাহিত্যতত্ত্ব ও দর্শনের পাশাপাশি স্পিভাক একজন সক্রিয় সমাজকর্মীও।
ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামাঞ্চলে দরিদ্র শিশুদের শিক্ষার জন্য দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। তার উদ্যোগে বহু পিছিয়ে-পড়া শিশু শিক্ষার আলো দেখতে পেয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের কাজ বহু আগেই স্বীকৃতি পেয়েছে। সমকালীন বিশ্বের অন্যতম প্রভাবশালী চিন্তক ও মানবিক বুদ্ধিজীবী হিসেবে খ্যাতি আছে তার।
এদিকে ১৭ই থেকে ১৯শে অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী চলবে লালন উৎসব। আখড়াবাড়িতে দিনভর ভাবগীতির সুর, আলাপ, দর্শনচর্চা আর মাটির গন্ধে ভরে উঠবে ছেউড়িয়ার লালন ধাম। টুনটুন বাউল, সুনীল কর্মকার, রওশন ফকির, লতিফ শাহসহ গাইবেন সারাদেশ থেকে আগত বাউল- ফকিরেরা।
কুষ্টিয়ার পাশাপাশি ১৮ই অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানেও আয়োজন হবে লালন উৎসব। উৎসবে লালনের গান পরিবেশন করবেন ইমন চৌধুরী ও বেঙ্গল সিম্ফনি, লালন ব্যান্ড, নীরব এন্ড বাউলস, পথিক নবী, সূচনা শেলী, বাউলা ব্যান্ড, অরূপ রাহী, সমগীতসহ আরও অনেক শিল্পী ও গানের দল।
জে.এস/
খবরটি শেয়ার করুন