ছবি: সংগৃহীত
বিশ্ব বাজারে গুরুত্বপূর্ণ কিছু ইলেকট্রনিক পণ্যের ওপর পাল্টা শুল্ক অব্যাহতি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যার ফলে অ্যাপল ও ডেল টেকনোলজিসসহ অন্যান্য বড় প্রযুক্তি কোম্পানির জন্য স্বস্তির বার্তা বয়ে এনেছে শুল্ক অব্যাহতির এ ঘোষণা। খবর রয়টার্সের।
আমেরিকার কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন সংস্থা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আমেরিকার স্থানীয় সময় ৫ই এপ্রিল দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে আগামী ৯০ দিনের জন্য শুল্ক অব্যাহতি কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে ২০টি পণ্যের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে কম্পিউটার, ল্যাপটপ, ডিস্ক ড্রাইভ, ডেটা প্রসেসিং যন্ত্র, সেমিকন্ডাক্টর, যন্ত্রপাতি, মেমোরি চিপ, ফ্ল্যাট–প্যানেল ডিসপ্লেসহ (৮৪৭১ কোডের আওতাভুক্ত) অন্যান্য পণ্য আছে।
ডোনাল্ড ট্রাম্পের ওই ঘোষণায় বলা হয়েছে, চীন ব্যতীত অন্যান্য দেশ থেকে এসব পণ্য আমদানিতে ন্যূনতম ১০ শতাংশের শুল্কও দিতে হবে না। এর ফলে ভারতের কারখানায় তৈরি আইফোন ও তাইওয়ান থেকে আমদানি করা সেমিকন্ডাক্টর আমদানিতে খরচ অনেকটাই কমবে।
গতকাল শনিবার (১২ই এপ্রিল) আমেরিকার প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ানে পাল্টা শুল্ক নিয়ে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি আগামী সোমবার (১৪ই এপ্রিল) এ বিষয়ে প্রশ্নের উত্তর দেব। সেদিন সুনির্দিষ্টভাবে বলব। তবে এটা ঠিক যে, যুক্তরাষ্ট্র এখন অনেক অর্থ আয় করছে।’
এদিকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা তার ঘনিষ্ঠ সঙ্গী হয়ে উঠেছেন। উদাহারণস্বরূপ- ট্রাম্পের অভিষেক উপলক্ষে অ্যাপলের সিইও টিম কুক একটি প্রাক্-অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট এক বিবৃতিতে বলেন, গুরুত্বপূর্ণ প্রযুক্তিপণ্য যেমন চিপ, স্মার্টফোন, ল্যাপটপ আমদানির জন্য যুক্তরাষ্ট্র চীনের ওপর নির্ভর করতে না হয়, ট্রাম্প এ বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন। এ ছাড়া তার নির্দেশে অ্যাপল, এনভিডিয়া ও তাইওয়ান সেমিকন্ডাক্টরের মতো প্রতিষ্ঠানগুলোর উৎপাদন প্রক্রিয়া দ্রুত আমেরিকায় স্থানান্তর করার চেষ্টা চলছে।
আরএইচ/
খবরটি শেয়ার করুন