সোমবার, ১লা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ফুটবল অত্যন্ত বিরক্তিকর খেলা: রোনালদো

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৯ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

ফুটবল ইতিহাসের সেরা নম্বর নাইন খ্যাত রোনালদো নাজারিওর কথা কারও অজানা নয়। তিনি দুইবার পেয়েছেন বিশ্বকাপ জয়ের স্বাদ। দখলে আছে বিশ্বকাপের গোল্ডেন বল ও গোল্ডেন বুট। অজস্র ফুটবলারের আদর্শ রোনালদো সম্প্রতি জানিয়েছেন, ফুটবলের প্রতি প্রেম কমে গেছে তার। মজেছেন নতুন প্রেমে।

ব্রাজিলিয়ানদের কাছে প্রেম কিংবা ধর্ম সবকিছুই আসলে ফুটবল। প্রবাদ আছে, ব্রাজিলিয়ান শিশু হাঁটতে শেখার আগেই ফুটবল খেলা শেখে। এই জদুকরি চর্মগোলকই ব্রাজিলিয়ানদের প্রথম প্রেমিকা।

রোনালদো নাজারিও সেই ফুটবলের অন্যতম মহারথী। ক্রিস্টিয়ানো রোনালদোর ছায়ায় অনেকটা ঢাকা পড়ে গেলেও ফুটবলরসিকের নস্টালজিয়ায় তিনিই 'আসল' রোনালদো; দ্য ফেনোমেনন। উত্থানেই বিস্ময়ের জন্ম দিয়ে উস্কে দিয়েছিলেন সর্বকালের সেরা নিয়ে নিয়ে 'বয়ে নিরবধি' সেই বিতর্ক। বলা হয়ে থাকে, ভয়ঙ্কর ইনজুরিতে না পড়লে সর্বকালের সেরা নিয়ে বিতর্কের কোনো অবকাশই থাকত না, তিনিই হতেন ইতিহাসের অবিসংবাদিত সেরা।

আরো পড়ুন : চিলিকে হারিয়ে আর্জেন্টিনার পুরনো প্রতিশোধ

১৯৯৪ ও ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছেন। ১৯৯৮ সালের আসরে তার দল ফ্রান্সের কাছে হেরে রানার্স আপ হলেও তিনি জিতেছিলেন সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল। আর ২০০২ সালে ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপ জয়ে ৮ গোল করে হয়েছিলেন আসরের সর্বোচ্চ গোলদাতা। দুবার জিতেছেন ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের স্বীকৃতি ব্যালন ডি'অরও।

অথচ সেই রোনালদোর কাছে এখন ফুটবল বিরক্তকর খেলায় পরিণত হয়েছে। ৯০ মিনিটের একটা ফুটবল ম্যাচ পুরোপুরি দেখার মতো ধৈর্যই নাকি তার হয় না। খেলার ভুবনে নতুন প্রেমে মজেছেন রোনালদো।

রোনালদোর নতুন প্রেমের নাম টেনিস। যে খেলাটা তিনি টানা পাঁচ ঘণ্টাও একটানা উপভোগ করতে পারেন। নিজমুখেই এমন বিস্ময়কর কথা জানিয়েছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়।

ফ্রান্সের রিভেরায় মৌরাতোগ্লু অ্যানুয়াল চ্যারিটি গালায় অতিথি হয়ে উপস্থিত হয়ে এমন বিস্ফোরক বক্তব্য দিয়েছেন রোনালদো। গালায় উপস্থিত ৩০০ মানুষের সামনে তিনি বলেন, 'আমি টেনিসের সবকিছু ভালোবাসি। আমি মনে হয়, এখন ফুটবলের চেয়ে টেনিস নিয়েই বেশি ভাবছি।'

স্বদেশি ভিক্টোরিয়া বারোসের হাত থেকে বিশেষ পুরস্কার গ্রহণের সময় তিনি আরও বলেন, 'এটা (টেনিস) অবিশ্বাস্য। আমি সম্পূর্ণ ম্যাচ (ফুটবল) দেখতে পারি না, আমার মনে হয়, ফুটবল অত্যন্ত বিরক্তিকর। পাঁচ ঘণ্টা ধরে টেনিস দেখা? (আমি পারব) এটা চরম পাগলাটে ব্যাপার।'

শুধু টেনিস দেখেই ক্ষান্ত দিচ্ছেন না রোনালদো। প্রতি সপ্তাহে নিয়ম করে টেনিসের দীক্ষা নিচ্ছেন বলেও জানিয়েছেন ফুটবলের এই কিংবদন্তি।

এস/ আই.কে.জে

রোনালদো

খবরটি শেয়ার করুন