শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

খুব বেশি সংস্করণ হবে না প্রাথমিকের বই, পৌঁছাবে জানুয়ারিতেই

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৯ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রাথমিকের বইয়ে খুব বেশি সংস্করণ হবে না। তবে উচ্চ মাধ্যমিকে সংস্করণ হবে। আর সংস্করণ শেষে বই জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।

সোমবার (১৮ই নভেম্বর) সকালে সুনামগঞ্জের দিরাই উপজেলার ফিমেল একাডেমি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শিক্ষকদের রাজনীতিতে অংশগ্রহণ দুঃখজনক। এটা বন্ধে কাজ করা হচ্ছে। নিয়োগের পরই এসব বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থার পাশাপাশি সঠিক নীতিমালা করা হবে।

আরও পড়ুন: রাঙামাটিতে সাফজয়ীদের সংবর্ধনা ২৩শে নভেম্বর

সুনামগঞ্জ হাওরের শিক্ষা ব্যবস্থায় শিক্ষক ও কর্মকর্তা সংকট নিয়েও কাজ করা হচ্ছে বলে জানান উপদেষ্টা।

পরে হাওরে দুটি প্রাধমিক বিদ্যালয় পরিদর্শন করেন উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া ও পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান প্রমুখ।

এসি/কেবি

প্রাথমিক বই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন