ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোমান ক্যাথলিক প্রধান পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে আজ রোববার (২৭শে এপ্রিল) ঢাকার উদ্দেশে রোম ছেড়েছেন। খবর বাসসের।
আজ রোববার (২৭শে এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা ইতালির রোম ত্যাগ করেছেন। সেখান থেকে তিনি দেশে ফিরবেন।
এদিকে গতকাল শনিবার (২৬শে এপ্রিল) রোমানদের ক্যাকলিক গুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হয়েছে। বিশ্বের অন্য নেতাদের সঙ্গে অধ্যাপক মুহাম্মদ ইউনূসও পোপের শেষকৃত্যে যোগ দেন।
তবে এর আগে গত শুক্রবার (২৫শে এপ্রিল) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কাতারের দোহা থেকে ইতিালির রোমে যান।
আরএইচ/
খবরটি শেয়ার করুন