সোমবার, ৩১শে মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বিড়াল প্রেমিক বটে!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫

#

প্রতীকী ছবি

উটকো গন্ধে প্রতিবেশিদের ঘুম নেই। বিষয়টা একদিনের নয়, বেশ কিছুদিন ধরেই এক প্রতিবেশির ঘর থেকে উটকো গন্ধ পাচ্ছিলেন আবাসনের বাসিন্দারা। কিন্তু চক্ষুলজ্জার কারণে প্রতিবেশিকে কিছু বলতেও পারছিলেন না তারা। 

অবশেষে স্থানীয় থানায় খবর দেন সকলে। খবর পেয়ে আসেন পুলিশ। কিন্তু ওই ফ্ল্যাটের দরজা খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তাদের। এ কী কাণ্ড! একটা-দুটো কিংবা পনেরো-কুড়িটা নয়। একসঙ্গে ঘরে কিলবিল করছে ৩০০ বিড়াল। এতগুলো পোষ্য সেখানে এলো কীভাবে? 

গত সোমবার এই কাণ্ড ঘটে পুণের মারভেল বাউন্টি নামের এক আবাসনে। যেতে আসতে ওই উটকো গন্ধ নাকে লাগছিল বাসিন্দাদের। পুলিশ এসে জানতে পারে, ওই ফ্ল্যাটটির যে মালিক তার বিড়াল খুব পছন্দ। রাস্তায় কোনও অসুস্থ বিড়াল ঘুরতে দেখলে তিনি বাড়িতে নিয়ে আসতেন। খাইয়ে, যত্ন করে তারপর ফের বাইরে ছেড়ে দিতেন। কিন্তু এভাবে তিনি যে এই বিপুল সংখ্যক বিড়ালকে ঘরেই ঠাঁই দিয়েছেন তা কেউই টের পাননি।

বাসিন্দারা জানান, ওই ব্যক্তি রাস্তা থেকে বিড়াল আনতে শুরু করায়, আবাসনে নোংরা ছড়াচ্ছিল। এর আগেও এ নিয়ে তাকে বলা হয়েছিল। এই ঘটনায় পুলিশ কর্মকর্তা নীলেশ জগদালে জানান, “মার্ভেল বাউন্টি সোসাইটির একটি অ্যাপার্টমেন্টের মালিক প্রায়ই রাস্তার অসুস্থ বিড়ালদের বাড়িতে নিয়ে আসতেন এবং বিড়ালগুলো সুস্থ হয়ে উঠলে ছেড়ে দিতেন। এই কারণে ফ্ল্যাটে অনেক বিড়াল জমেছিল। অস্বাস্থ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল। যা বাসিন্দারা খুবই বিরক্ত।” জানা গেছে, ওই ব্যক্তিকে পুলিশ দু’দিনের নোটিস দিয়েছে। এর মধ্যে বিড়ালগুলোকে ফ্ল্যাট থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে।

কেসি/কেবি


বিড়াল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন