বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজশাহীতে আ.লীগ নেতার তিন ছেলে-মেয়ের জামিন *** খাগড়াছড়িতে ধর্ষণ ও হামলার ঘটনায় আজ তথ্যানুসন্ধান দল পাঠাচ্ছে গণতান্ত্রিক অধিকার কমিটি *** শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করার নির্দেশ প্রধান উপদেষ্টার *** ৭ বছর পর জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়া *** একাধিক দেশের পাসপোর্টধারী ও নাগরিক বলে কাকে ইঙ্গিত করলেন উপদেষ্টা *** তেজগাঁওয়ে হোলি রোজারি চার্চের সামনে বুধবার যা ঘটল *** ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মবার্ষিকী অনুষ্ঠান বন্ধের চেষ্টা, পুলিশের হস্তক্ষেপ *** দুদকের মামলার আসামি হওয়ার একদিন পর ট্রাইব্যুনালের ‘বিচারক’ *** ভারতের পররাষ্ট্রসচিবের বক্তব্য ‘অযৌক্তিক’: তৌহিদ হোসেন *** ১৫–১৮ই নভেম্বরের মধ্যে গণভোট সম্ভব, হিসাব দিলেন জামায়াত নেতা তাহের

ভারতের সবচেয়ে ধনী কমেডিয়ান দক্ষিণি তারকা ব্রহ্মানন্দম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৩ অপরাহ্ন, ২৩শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

কপিল শর্মা এ সময়ের ভারতের সবচেয়ে জনপ্রিয় কমেডিয়ানদের একজন। তবে ভারতের সবচেয়ে ধনী কমেডিয়ান তিনি নন। ভারতের সবচেয়ে ধনী কমেডিয়ান ‘কিং অব কমেডি’ নামে সুপরিচিত দক্ষিণি তারকা ব্রহ্মানন্দম। খবর হিন্দুস্তান টাইমসের।

আলোচিত এ অভিনেতা এখন পর্যন্ত বিভিন্ন ভাষায় এক হাজারের বেশি সিনেমা করেছেন। ভারতীয় গণমাধ্যম ‘ডিএনএ’ ও ‘মানিকন্ট্রোল’-এর হিসাব অনুযায়ী, তিনি ছয় কোটি ডলারের বেশি সম্পদের মালিক, যা ৫০০ কোটি রুপির বেশি। কমেডিয়ানদের মধ্যে সম্পদের দিক থেকে ব্রহ্মানন্দমের কাছাকাছি আছেন কেবল কপিল শর্মা (৩০০ কোটি রুপি)।

ব্রহ্মানন্দম যে কেবল কমেডিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদশালী তা নয়; অনেক অভিনেতার চেয়ে তার সম্পদের পরিমাণ বেশি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে তার সম্পদ রণবীর কাপুর (৩৫০ কোটি রুপি), প্রভাস (৩০০ কোটি রুপি) এমনকি রজনীকান্তের (৪০০ কোটি রুপি) চেয়েও বেশি।

ব্রহ্মানন্দম অভিনয়ে আসার আগে ছিলেন এপি কলেজের প্রভাষক। ১৯৮০-এর দশকে তিনি মঞ্চ অভিনেতা হিসেবে কাজ শুরু করেন। ১৯৮৫ সালে তার টিভিতে, ১৯৮৭ সালে বড় পর্দায় অভিষেক হয়। ‘আহ না পেল্লান্তা’ তার প্রথম হিট সিনেমা। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।

ধীরে ধীরে তার জনপ্রিয়তা এতটাই বাড়তে থাকে যে, পরিচিতির দিক থেকে তিনি অনেক দক্ষিণি নায়ককেও ছাড়িয়ে যান। এত চাহিদার কারণে প্রতিবছরই নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন ব্রহ্মানন্দম। তবে এতে তার সিনেমার সংখ্যা কমেনি; কারণ, প্রযোজক ও পরিচালকেরা জানতেন, অনেক দর্শক হলেই আসেন ব্রহ্মানন্দমের কমেডি দেখতে।

পরিসংখ্যান বলছে ২০১২ সালে তিনি অনেক জনপ্রিয় নায়কের চেয়ে বেশি পারিশ্রমিক পেতেন। এ বছরই সবচেয়ে বেশি সিনেমায় পর্দায় উপস্থিতির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম ওঠে।

আরএইচ/এইচ.এস

ব্রহ্মানন্দম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250