বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় কবে, জানা যাবে ১৩ই নভেম্বর *** হত্যা মামলায় অভিনেতা ইরেশ যাকেরসহ দুজনকে অব্যাহতির সুপারিশ *** জিয়াউর রহমান সরকারের মন্ত্রীর ছেলে যোগ দিলেন আওয়ামী লীগে *** শনিবারের ক্লাস নিয়ে বিভ্রান্তি, স্পষ্ট করলেন শিক্ষক নেতা আজিজী *** বাজারে সবজির সরবরাহ বাড়ছে, দামের উত্তাপ কমছে *** ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানালেন বিশ্বখ্যাত ইহুদিরা *** আরব সাগরে প্রায় ১০০ কোটি ডলারের মাদক উদ্ধার পাকিস্তান নৌবাহিনীর *** সরকারে থাকা ‘দলীয় উপদেষ্টা’ আসলে কারা *** জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জামায়াতের *** পুলিশের বলা ‘ত্রিভুজ প্রেমের গল্প’ নিয়ে প্রশ্ন জোবায়েদের শিক্ষকের

বক্স অফিসে ‘থাম্মা’ ঝড়, প্রথম দিনে কত আয় করল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪১ পূর্বাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহে দীপাবলি উপলক্ষে একসঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দুটি বড় ছবি। যার একটি আয়ুষ্মান খুরানা এবং রাশমিকা মান্দানা অভিনীত ‘থাম্মা’ এবং অন্যটি হর্ষবর্ধন রানে এবং সোনম বাজওয়ার ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’।

দুটি ছবিই ইতিমধ্যে দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। জেনে নেওয়া যাক কোন ছবিটি প্রথম দিনে বক্স অফিসে কত আয় করেছে। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।

'স্ত্রী’, ‘ভেদিয়া’, ‘মুঞ্জিয়া’ এবং ‘স্ত্রী’-এর পর হরর-কমেডি ইউনিভার্সের পঞ্চম ছবি ‘থাম্মা’। তাই ঘোষণার পর থেকেই দর্শকরা এই ফ্র্যাঞ্চাইজির নতুন ছবিটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে প্রত্যাশাও ছিল অনেক বেশি। 

স্যাকনিল্কের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, ছবিটি প্রথম দিনেই নজরকাড়া আয় করেছে। প্রথম দিনে এই ছবির আয় প্রায় ২৪ কোটি রুপি।

অন্যদিকে, হর্ষবর্ধন রানের ‘সনম তেরি কসম’ নিয়ে আজও সমানভাবে চর্চা হয়। সেই ছবির পর ফের ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’ ছবি নিয়ে চর্চায় হর্ষবর্ধন। তার এই নতুন ছবি নিয়েও অনুরাগীদের মধ্যে যথেষ্ট উত্তেজনা ছিল। তাই ছবিটির শুরুটাও ভালো হয়েছিল। 

স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, ছবিটি প্রথম দিনে আয় করেছে প্রায় ৮.৫০ কোটি রুপি। যদিও এই আয় ‘থাম্মা’-এর আয়ের থেকে অনেকটাই কম। তবে ছবিটি দর্শকদের থেকে যেমন একদিকে ভালো সাড়া পাচ্ছে, অন্যদিকে সমালোচকদের থেকেও যথেষ্ট ইতিবাচক পর্যালোচনা পাচ্ছে। ফলে এই ছবির আয় আরো বাড়াবে বলে আশা করা হচ্ছে।

বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন যে, থাম্মা সপ্তাহান্তে ৭৫ কোটির কাছাকাছি আয় করতে পারে। অন্যদিকে ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’ ২৫ কোটি পর্যন্ত আয় করতে পারে।

জে.এস/

বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250