সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বাড়বে দিনের তাপমাত্রা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৮ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, অন্যত্র হালকা থেকে মাঝারি ধরানোর কুয়াশা পড়তে পারে। 

ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও দিনেও ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

আরো পড়ুন: চার বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, তাপমাত্রা আরও কমতে পারে

এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়া ৯.৭ ডিগ্রি সেলসিয়াস ও ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। 

এইচআ/  আই.কে.জে

তাপমাত্রা আবহাওয়া আবহাওয়া অধিদপ্তর

খবরটি শেয়ার করুন