ছবি: সংগৃহীত
প্রেমের গুঞ্জন দিয়ে নিয়মিত সংবাদে আছেন শাহরুখ খানের কন্যা সুহানা খান। এ পথচলায় তার সঙ্গী অমিতভ বচ্চনের নাতি অগস্ত্যা। কেননা প্রেমের গুঞ্জন যে তার সঙ্গেই চলছে শাহেনশাহর কন্যার। এবার শাহরুখ নন্দিনী অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়লেন বিগ-বির নাতির সঙ্গে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে্, এই মুহূর্তে লন্ডনে রয়েছেন সুহানা। আর সেখানেই এক নাইটক্লাবে রাতের পার্টিতে মত্ত সুহানা ও অগস্ত্যা। মুহূর্তেই সে ছবি সামাজিক মাধ্যমে নিজ দায়িত্বে ছড়িয়ে দিয়েছেন নেটাগরিকরা।
আরো পড়ুন: ১৪ দেশে শুরু হলো ‘তুফান’
ভাইরাল ওই ছবিতে দেখা গেছে, খুবই অন্তরঙ্গ অবস্থায় রয়েছেন সুহানা ও অগস্ত্যা। এমনকি ঘনিষ্ঠদের থেকে পাওয়া খবর অনুযায়ী, নাইটক্লাবের কোণায় রাখা এক সোফাতেও অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে তাদের। কোনো দিকে খেয়াল নেই। দুজনে দুজনায় মেতে আছেন।
অবশ্য এর আগেও একসঙ্গে দেখা গেছে অগস্ত্যা-সুহানাকে। এমনকি ‘কৌন বনেগা ক্রোড়পতি’তেও প্রেমিকের হাত ধরে মুখোমুখি হয়েছিলেন বিগ-বির। অন্যদিকে শাহরুখ হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর পাশে দেখা গেছে অগস্ত্যাকে।
এসি/