শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘আমি উদার মুসলিম, আমার পরিবারে নামাজ হয়, পূজাও হয়’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউডের অভিনেতা ইমরান হাশমি এবার হাজির হচ্ছেন এক বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত ছবিতে। নাম ‘হক ’। ১৯৮৫ সালের বহুল আলোচিত শাহ বানো মামলা অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। যেখানে নারীর অধিকার, ধর্মীয় আইন ও সাংবিধানিক ন্যায়ের দ্বন্দ্বকে কেন্দ্র করে গড়ে উঠেছে কাহিনি।

ইমরানের সঙ্গে ছবির মূল ভূমিকায় রয়েছেন ইয়ামি গৌতম। তারা অভিনয় করেছেন মোহাম্মদ আহমেদ খান ও শাহ বানো বেগম চরিত্রে-যেখানে দেখা যাবে আদালত-সংঘাতের গল্প।

সম্প্রতি এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান বলেন, নতুন প্রজন্ম হয়তো শাহ বানো মামলাটি সম্পর্কে জানে না। এই সিনেমা সেই ঘটনার অনুপ্রেরণায় তৈরি, যেখানে এক নারী নিজের মর্যাদা আর ভরণপোষণের জন্য আদালতে লড়েছিলেন। শাহ বানো বলেছিলেন, ‘আমি মুসলমান, তবে আমি একজন ভারতীয় নারীও।’ 

তিনি আরও যোগ করেন, ‘এটি এমন একটি গল্প, যেখানে ধর্মীয় ব্যক্তিগত আইন ও সাংবিধানিক আইনের মধ্যে টানাপোড়েন দেখা যায়। আমরা কোনো সম্প্রদায়কে বিচার করছি না বা কাউকে দোষারোপ করছি না। ছবিটি নিরপেক্ষভাবে দেখিয়েছে এক নারীর ন্যায়বিচারের লড়াই।’

ছবিটি নিয়ে বিতর্কের আশঙ্কা থাকলেও ইমরান বললেন, ‘তার কাছে হক একেবারেই ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গির কাজ, আমি নিজে একজন উদার মুসলিম। আমার স্ত্রী পারভিন হিন্দু, আমার পরিবারে নামাজও হয়, আবার পূজাও হয়। আমি জানি, কোনো সম্প্রদায়কে হেয় করা হলে আমি এই ছবির অংশ হতাম না। ছবিতে আমরা কারও ধর্ম বা বিশ্বাসকে আঘাত করিনি।’

ইমরান মনে করেন, হক শুধু মুসলিম সমাজ নয়, দেশের প্রতিটি নারী ও পুরুষের জন্য গুরুত্বপূর্ণ এক গল্প।

১৯৭৮ সালে ৬২ বছর বয়সী শাহ বানো ইন্দোর আদালতে মামলা করেন স্বামী আহমেদ খানের বিরুদ্ধে ভরণপোষণের দাবিতে। ১৯৮৫ সালে ভারতের সুপ্রিম কোর্ট শাহ বানোর পক্ষে রায় দেয়, যা পরবর্তীতে রাজনৈতিক চাপে রাজীব গান্ধী সরকার নতুন আইন এনে বাতিল করে দেয়।

সেই ঐতিহাসিক মামলার ভিত্তিতেই নির্মিত হয়েছে হক। সুপর্ণ এস ভার্মা পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন ভার্তিকা সিং, দানিশ হুসেইন, শিবা চাড্ডা ও আসিম হাতাঙ্গাড়ি। জঙ্গলি পিকচার্সের ব্যানারে নির্মিত ছবিটি প্রযোজনা করেছেন বিনীত জৈন, বিশাল গুরনানি, জুহি পারেখ মেহতা ও হারমান বাওয়েজা।

ইমরান হাশমি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250