সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফর শেষে দেশে ফিরলেন এনসিপির নেতারা *** মুক্তিযুদ্ধের মূলনীতিকে ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ *** কেউ যদি নির্বাচনের বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক: প্রধান উপদেষ্টা *** জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে আলোচনা হয়নি: বিএনপি *** ভেনিস চলচ্চিত্র উৎসবে ইসরায়েলের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ *** ট্রাম্পের শুল্কের যে প্রভাব পশ্চিমবঙ্গের ১৫ হাজার গার্মেন্টসে *** বিস্ফোরণ-গুলি-ড্রোনের শব্দকে শ্রুতিমধুর সংগীতে রূপান্তর করছেন গাজার শিল্পী *** অশান্ত বিশ্বে সি–মোদির বন্ধুত্বের বার্তা *** রোনালদোকে যে লড়াইয়ে চাপে রেখেছেন মেসি *** আগামী নির্বাচন যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয়: এনসিপি

রোজার আগে কমলো পেঁয়াজের দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

আসছে রমজান, তার আগেই বাজারে সুখবর বয়ে এনেছে পেঁয়াজ। দীর্ঘদিন ধরে শতক ছুঁয়ে থাকলেও গত ২-৩ দিন ধরে তা কমে ৮৫ থেকে ৯০ টাকায় অবস্থান করছে।  

শনিবার (৯ই মার্চ) খুলনার বড় বাজার, টুটপাড়া জোড়াকল বাজার ও ময়লাপোতা বাজার থেকে মিলেছে এমন তথ্য।

নগরীর জোড়াকল বাজারের একজন পেঁয়াজ বিক্রেতা জানান, গত ২/৩ মাস ধরেই পেঁয়াজের বাজার অস্থির রয়েছে। কখনো একশতো কখনো ১১০ টাকায় পেঁয়াজ বেচাকেনা হয়েছে। কিন্তু বাজারে নতুন পেঁয়াজ আসায় এখন ৮৫ থেকে ৯০ টাকায় পাওয়া যাচ্ছে পেঁয়াজ। যারা ভ্যানে করে বিক্রি করছে তারা আরো একটু কম দামে বিক্রি করতে পারছে।

আরো পড়ুন : রোববার থেকে ৩০ স্থানে ৬০০ টাকায় মিলবে গরুর মাংস

একই বাজারের আরেকটি সবজি বিক্রেতা জানান, এখনো বাজার শীতের সবজিতে ভরপুর রয়েছে। ফুলকপি, বাঁধাকপি, ওলকপির দাম এখন ক্রেতার নাগালের মধ্যে। ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এসব সবজি। এছাড়া সীম ৩০ টাকা, উচ্ছে ৬০ টাকা, বরবটি ৪০ টাকা, টমেটো ৩০ টাকা, মিস্টি কুমড়া ৩০ টাকা, পেঁপে ৪০ টাকা, পেঁয়াজের কালি ৩০ টাকা, বেগুন ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

নগরীর বড় বাজার ঘুরে জানা গেছে, বাজারে বর্তমানে ছোলা ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া চিড়া ৭০ টাকায় বিক্রি হচ্ছে। চিনি ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন এই বাজারের একজন ব্যবসায়ী।তিনি বলেন, চিনির দাম একটু কমতে পারে যদি টিসিবি চিনি দেয়। একইভাবে ছোলার দামও কমতে পারে।

এস/এইচআ/


পেঁয়াজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন