সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনে সিইসির আশ্বাস *** তিন দলের তিন মত, ফেব্রুয়ারিতেই ভোট করতে অনড় সরকার *** চীন সফর শেষে দেশে ফিরলেন এনসিপির নেতারা *** মুক্তিযুদ্ধের মূলনীতিকে ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ *** কেউ যদি নির্বাচনের বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক: প্রধান উপদেষ্টা *** জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে আলোচনা হয়নি: বিএনপি *** ভেনিস চলচ্চিত্র উৎসবে ইসরায়েলের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ *** ট্রাম্পের শুল্কের যে প্রভাব পশ্চিমবঙ্গের ১৫ হাজার গার্মেন্টসে *** বিস্ফোরণ-গুলি-ড্রোনের শব্দকে শ্রুতিমধুর সংগীতে রূপান্তর করছেন গাজার শিল্পী *** অশান্ত বিশ্বে সি–মোদির বন্ধুত্বের বার্তা

সোবোসলাইয়ের দুর্দান্ত ফ্রি-কিকে লিভারপুলের আর্সেনাল-জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫২ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অ্যানফিল্ডে টান টান উত্তেজনার লড়াইটা ড্রয়ের দিকেই যাচ্ছিল। কিন্তু ৮৩ মিনিটে দারুণ এক ফ্রি-কিকে লিভারপুলকের নাটকীয় জয় এনে দিলেন দমিনিক সোবোসলাই। তার গোলেই আর্সেনালের বিপক্ষে ১-০ গোলে জয় তুলে নিল লিভারপুল।

গতকাল রোববার (৩১শে আগস্ট) রাতে প্রিমিয়ার লিগের দুই শিরোপা প্রত্যাশী দলের লড়াইয়ের একমাত্র গোলই সব পার্থক্য গড়ে দিল। স্বাভাবিক জায়গা থেতে সরিয়ে হাঙ্গেরির মিডফিল্ডারকে খেলানো হয়েছিল ডানপাশের রক্ষণভাগে। সেখানে খেলেই পার্থক্য গড়ে দিলেন সোবোসলাই।

কার্টিস জোন্সকে ফাউল করে ২৫ গজ দূরে ফ্রি-কিক উপহার দেন আর্সেনালের মার্তিন জুবিমেন্দি। সেখান থেকেই বাঁকানো শটে গোলরক্ষক দাভিদ রায়াকে পরাস্ত করেন সোবোসলাই।

একমাত্র দল হিসেবে মৌসুমের প্রথম তিন ম্যাচেই জয় পেল বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। শতভাগ রেকর্ড ধরে রেখে আন্তর্জাতিক বিরতিতে যাওয়া দলটি প্রিমিয়ার লিগের শীর্ষেও রইল। অন্যদিকে আর্সেনাল পেল মৌসুমের প্রথম হারের তেতো স্বাদ।

লিভারপুল ও আর্সেনাল গত মৌসুমেও শিরোপার লড়াই করেছে। শেষ পর্যন্ত রানার্সআপ হয়েছিল আর্সেনাল। নতুন মৌসুম শুরু হওয়ার পর থেকে দুই ক্লাবই নামি খেলোয়াড় কিনে শক্তি বাড়িয়েছে। লিভারপুলে এসেছেন ফ্লোরিয়ান ভির্টৎস ও উগো একিতিকে, আর্সেনাল দলে ভিড়িয়েছে ভিক্টর ইয়োকেরেস ও জুবিমেন্দিকে। তবে আলো কাড়তে পারেননি নতুনদের কেউ।

এর আগে দিনের আরেক ম্যাচে ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার সিটি। অ্যামেক্স স্টেডিয়ামে ব্রাইটনের কাছে ২-১ গোলে হেরেছে গার্দিওলার দল। ১০০তম প্রিমিয়ার লিগ ম্যাচে নিজের ৮৮তম গোল করলেন আর্লিং হলান্ড। কিন্তু ২৫ বছর বয়সী নরওয়েজিয়ান ফরোয়ার্ডের গোলও রুখতে পারেনি সিটির হার। আগের সপ্তাহেই ঘরের মাঠে টটেনহামের কাছে ২-০ গোলে হেরেছিল তারা।

সোবোসলাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন