ছবি: সংগৃহীত
ভারতের দক্ষিণী অভিনেতা কাটাপ্পা সিনেমার পর্দায় হাজির হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকায়। সত্যরাজ-কে বাহুবলী সিনেমার কাটাপ্পা নামেই দর্শকরা এতদিন থেকে মনে রেখেছে।
প্রতিবেদন অনুযায়ী, মোদির আসন্ন বায়োপিক সম্পর্কে বিশদ তথ্য নির্মাতাদের পক্ষ থেকে গোপন রাখা হয়েছে। শুধু এই বায়োপিকে নাম ভূমিকায় যিনি অভিনয় করছেন, সেই সত্যরাজের কাস্টিং ছাড়া। বলাই বাহুল্য, সত্যরাজের ক্যারিয়ারে মোদির বায়োপিকে খোদ তার চরিত্রে অভিনয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে।
ইন্ডাস্ট্রি ট্র্যাকার রমেশ বালা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে লিখেছেন, ‘প্রবীণ অভিনেতা সত্যরাজ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকে নরেন্দ্র মোদীর ভূমিকায় অভিনয় করবেন। তবে ছবির বিষয়ে বিস্তারিত জানতে হলে অপেক্ষা করতে হবে’
আরো পড়ুন: খোকন কুমার রায়ের কথায় সোহেল-তোসিবার আইটেম সং ‘ইটিশ পিটিশ ফুঁ’!
এটা নরেন্দ্র মোদির দ্বিতীয় বায়োপিক হতে চলেছে। এর আগে ২০১৯-এ মোদির বায়োপিকে অভিনয় করেন বিবেক ওবেরয়। যদিও এক্ষেত্রে অভিনেতা সত্যরাজ নিজে এখনো কোনো অফিসিয়াল কনফার্মেশন দেননি।
এদিকে কাজের ক্ষেত্রে তাকে শেষ দেখা গিয়েছে ‘সিঙ্গাপুর সেলুন‘ ছবিতে। তারপর থেকে তিনি আর কোনো ছবির জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হননি।
সূত্র:হিন্দুস্তান টাইমস
এসি/ আই.কে.জে/
খবরটি শেয়ার করুন