শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নুরের অবস্থা স্থিতিশীল, জানালেন ঢামেক হাসপাতালের পরিচালক *** আ.লীগ নিষিদ্ধ হতে পারলে জাপা কেন নয়: অ্যাটর্নি জেনারেল *** কোনো শক্তি ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব *** ফেলিক্সের অভিষেক হ্যাটট্রিকে আল নাসরের উড়ন্ত জয়, রোনালদোর ইতিহাস *** টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ২২ মাস পর একাদশে সাইফ *** ফেব্রুয়ারির নির্বাচন কেউ রুখতে পারবেন না, আল্লাহ ছাড়া: সালাহউদ্দিন আহমদ *** নুরুল হকের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানাল অন্তর্বর্তী সরকার *** নুরকে ফোনকল করেছেন প্রধান উপদেষ্টা, জানালেন গণঅধিকারের দপ্তর সম্পাদক *** নুরের ওপর হামলার বিচারবিভাগীয় তদন্ত করবে সরকার *** ৪ মাস ১৮ দিন পর পাগলা মসজিদের দানবাক্সে ৩২ বস্তা টাকা

স্পেনে টমেটো ছোড়ার উৎসব

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০২ পূর্বাহ্ন, ২৯শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রতি বছরের মতো এবারও স্পেনে উদযাপিত হলো ঐতিহ্যবাহী ‘লা টমাটিনা’ উৎসব। উদযাপনকারীদের সাদা পোশাক রক্তিম হলো টকটকে লাল রংয়ে। স্পেনের ভ্যালেন্সিয়ার বুনল গ্রামে ১৯৪৫ সাল থেকে প্রতি বছর উদযাপিত হয়ে আসছে উৎসবটি। এটি ছিল স্প্যানিশদের ৭১তম ‘লা টমাটিনা উৎসব। খবর রয়টার্স, সিএনএন ও বিবিসির।

প্রায় ২২ হাজার মানুষ পরস্পরের দিকে টমেটো ছুড়ে উপভোগ করে দিনটি। ১২০ টন পাকা টমেটোতে তারা ভেসে যায় আনন্দের জোয়ারে। ১৯৪৫ সালে উৎসবটির প্রচলন শুরু হলেও ১৯৫০ এর দশক থেকে এর উদযাপন বন্ধ হয়ে যায়। প্রতিবছর আগস্টের শেষ সপ্তাহে এ উৎসবের আয়োজন করা হয়।

তবে চাইলেই যে কেউই এই উৎসবে অংশগ্রহণ করতে পারবে না। কারণ, এই উৎসবটিতে শুধু ১৮ বছর এবং তার চেয়ে বেশি বয়সীরাই অংশ নিতে পারে। এই উৎসবে অংশ নেয়ার পর দর্শকরা যে শুধু মজা করে তাই নয়। গায়ে টমেটো মাখানোর কাজে তাদের স্কিনেও ফিরে আসে হারানো উজ্জ্বলতা।

প্রায় তিন দশকের বিরতি দিয়ে পরবর্তীতে ১৯৮০’র দশক থেকে পুনরায় এটি উদযাপন হতে থাকে এবং বর্তমানে এটি সারা বিশ্বে জনপ্রিয়। স্প্যানিশদের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকজমায়েত হয়ে থাকে এই উৎসবকে ঘিরে।

সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ১৯৪৫ সালে উৎসবের শুরু হয় বুনিয়ল শহরের টাউনহলের এক কর্মকর্তার সাথে বিবাদের মাধ্যমে। এ কর্মকর্তার সাথে শহরের লোকেরা টমেটো ছুড়ে প্রতিবাদ জানায়। এরপর অনেকেই বিষয়টিকে মজার মনে করেন। আর তাই এর ধারাবাহিকতায় শুরু হয় টমেটো নিয়ে মজা করার এ আয়োজন।

শুরুতে যে টমেটো ছুড়ে প্রতিবাদ করা হয়, তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। কথিত আছে, টমেটোবোঝাই একটি লরি রাস্তায় কাত হয়ে পড়ে গেলে উপস্থিত লোকজনের মধ্যে ওই টমেটো লড়াই শুরু হয়েছিল; কিন্তু একটা বিষয়ে সবাই একমত, শহরের কোতোয়াল এসেই লড়াই থামিয়েছিল এবং পরের বছর শহরবাসী এই লড়াইয়ে উৎসাহী ছিল।

লা টমাটিনার এই জমজমাট অবস্থা অবশ্য একদিনে হয়নি। শুরুর দিকে লাগাতার কয়েক বছর চলে এই টমেটো খেলার ঘটনা। টমেটো খেলার অপরাধে বহু মানুষকে আটক করে জেলে ঢুকায় শহর কর্তৃপক্ষ। কিন্তু কয়েক বছর বন্ধ থাকার পর উৎসব চালু করার পর জনমত গঠনে এক ব্যঙ্গাত্মক কর্মসূচি হাতে নেয় শহরের মানুষেরা।

১৯৫৭ সালে লোকজন একটা কফিনের মধ্যে বিশাল একটা টমেটো রেখে ‘টমেটোর মৃত্যুতে’ শোক মিছিল করে। শোকসঙ্গীত গেয়ে গেয়ে পথচলা লোকে লোকারণ্য সেই মিছিল দেখেই শহর কর্তৃপক্ষের টনক নড়ে। এরপর অনুমতি তো মেলেই, ধীরে ধীরে টাউন হলই এই টমেটো খেলার আনুষঙ্গিক আয়োজনের দায়িত্ব নিতে থাকে।

জে.এস/

স্পেন টমেটো ছোড়ার উৎসব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন