বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কিশোরগঞ্জের ইউএনও হিসেবে নিয়োগ পেলেন সাবেক লাক্স সুন্দরী *** ডোনাল্ড ট্রাম্পের মুখে ‘বর্ণবাদের দুর্গন্ধ’ *** আগামীকাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন জোবাইদা রহমান *** তেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শানোর’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার *** ৭ দিন নীরবতার পর ইমরানের টুইট, ভেঙে দিলেন দলের রাজনৈতিক কমিটি *** তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দৃশ্যমান দ্বিধা ও অদৃশ্য বাধা *** আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা *** খালেদা জিয়ার সঙ্গে যাবেন ১৪ জন, থাকবেন পুত্রবধূ শামিলা, ছয় চিকিৎসক *** অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ, আপিল বিভাগে হাইকোর্টের রায় বহাল *** দেশে আসছেন জোবাইদা রহমান, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি

পর্তুগালের কাছে হেরে বিশ্বকাপ জেতার স্বপ্ন শেষ ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে নাটকীয় টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়েছে পর্তুগাল। পেনাল্টি শ্যুটআউটে পর্তুগাল ৬-৫ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছে। এখন শিরোপার লড়াই হবে অস্ট্রিয়ার সঙ্গে।

দোহায় অ্যাসপায়ার জোনে সোমবার (২৪শে নভেম্বর) রাতে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল। পর্তুগাল প্রথমবারের মতো শিরোপার কাছে যেতে চেয়েছিল। আর ব্রাজিল চেয়েছিল পঞ্চমবারের মতো শিরোপা স্পর্শ করতে। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য হাসল ইউরোপিয়ান দলটির দিকে চেয়ে।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণে ছিল। প্রথমার্ধে পর্তুগাল ছয়টি এবং ব্রাজিল আটটি শট নেয়। কিন্তু কোনো দলই জাল খুঁজে পায়নি। বিরতির পরও একাধিক সুযোগ আসে। তবে গোলের দেখা মিলেনি।

পুরো ৯০ মিনিট শেষে রেফারি খেলা পেনাল্টিতে নেওয়ার ঘোষণা দেন। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অতিরিক্ত সময় থাকে না। প্রথম পাঁচটি শটে দুটি দলই নিখুঁত ছিল। পরে হঠাৎ উত্তেজনা বাড়ে। পর্তুগালের গোলরক্ষক রোমারিও কুনিয়া নিজের শটে গোল করতে ব্যর্থ হন। কিন্তু তিনি গ্লাভস হাতে ফিরে এসে ব্রাজিলের রুয়ান পাবলোর শট পোস্টে লাগিয়ে দলকে বাঁচান। 

শেষ পর্যন্ত সাডেন ডেথে পর্তুগাল গোল করে এগিয়ে যায় এবং ব্রাজিলের অ্যাঞ্জেলো শট আকাশে তুলে দেন। এর পরই পর্তুগালের উৎসব শুরু হয়।

সেমিফাইনালের আগে প্রথম সেমিতে অস্ট্রিয়া ২-০ গোলে ইতালিকে হারিয়েছিল। ফলে বৃহস্পতিবার, ২৭শে নভেম্বর অস্ট্রিয়া ও পর্তুগালের মধ্যে হবে শিরোপা লড়াই। একই দিনে তৃতীয় স্থানের ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ইতালি।

জে.এস/

ফুটবল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250