শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রিপুরায় পিটুনিতে নিহত তিন বাংলাদেশিকে ‘চোরাকারবারি’ বলল ভারত *** জাতীয়ভাবে লালন উৎসব উদযাপন অব্যাহত থাকবে: মোস্তফা সরয়ার ফারুকী *** নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসার প্রধান উপদেষ্টার আহ্বানে রাজি বিএনপি *** জুলাই সনদে স্বাক্ষর না করার যে ব্যাখ্যা দিল এনসিপি *** হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** স্বাধীনতার ঘোষণাপত্র থাকছে জুলাই সনদে, স্পষ্ট হলো নোট অব ডিসেন্ট *** আন্দোলনের অগ্রদূতদের অংশগ্রহণ ছাড়া জুলাই সনদ অর্থহীন: মঈন খান *** জুলাই সনদ স্বাক্ষর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল *** জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হলে জাতির সঙ্গে গাদ্দারি হবে: তাহের *** জুলাই যোদ্ধাদের ওপর লাঠিচার্জ, টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ প্রসঙ্গে যা বললেন সারজিস

মাঝে মাঝে বিরতি চান অপূর্ব, সময় দিতে চান নিজেকে

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রায় সাড়ে সাত মাস পর গত মাসে আমেরিকা থেকে দেশে ফেরেন ছোট পর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন লাইট, ক্যামেরা, অ্যাকশনে। তবে এখন থেকে আর বছরজুড়ে কাজ করতে চান না অপূর্ব। মাঝে মাঝে বিরতি নিয়ে সময় দিতে চান নিজেকে।

দেশে ফিরে ইতিমধ্যেই অপূর্ব শেষ করেছেন ‘তোমাকে চাই’ নামের একটি নাটকের শুটিং। এখন ব্যস্ত জাকারিয়া সৌখিনের নাটক ‘মায়া পাখি’ নিয়ে। এই নাটকে অপূর্বর সঙ্গে আছেন নতুন প্রজন্মের অভিনেত্রী নাজনীন নিহা।

এর আগে এই জুটিকে নিয়ে জাকারিয়া সৌখিন বানিয়েছেন ‘মন দুয়ারি’ ও ‘মেঘবালিকা’ নামের দুটি নাটক। দুটিই দর্শকপ্রিয়তা পেয়েছে। তাই মায়া পাখি নিয়ে দর্শকের বাড়তি আগ্রহ থাকবে বলেই আশা করছেন অপূর্ব।

অভিনেতা বলেন, ‘যখন দর্শক কোনো কাজের প্রতি ভালোবাসা দেখায়, তখন আমাদের চিন্তাটা বেড়ে যায়। পরের কাজটি দিয়ে তাদের প্রত্যাশা পূরণ করতে পারব কি না সেই চিন্তায় আছি। তবে আমার জন্য দর্শকদের একটা মায়া কাজ করে। তাদের ভালোবাসা আমি ফিল করতে পারি। আমার মনে হয়, ভাগ্যবান মানুষদের মধ্যে আমি একজন। আশা করছি এবারও দর্শকের ভালোবাসা পাব, তাদের মন জয় করতে পারব।’

দর্শকের আগ্রহ ধরে রাখতে এখনই নতুন নাটকের গল্প ও চরিত্র নিয়ে কিছু বলতে চান না অপূর্ব। শুধু জানালেন, সবাই মিলে একটি ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করছেন।

মায়া পাখির শুটিং শেষ করে ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজের সিকুয়েলের জন্য প্রস্তুতি নেবেন অপূর্ব। গত সিজনের মতো এবারও সিরিজটি পরিচালনা করবেন শিহাব শাহীন।

অপূর্ব জানান, এখন চিত্রনাট্য ঘষামাজার কাজ চলছে। সব ঠিক থাকলে আগামী মাসে শুরু হবে শুটিং।

গত বছরের ডিসেম্বরে আমেরিকায় গিয়েছিলেন অপূ্র্ব। সেখানে থাকেন তার স্ত্রী শাম্মা দেওয়ান তৃষা। অপূর্ব জানিয়েছেন কাজের ফাঁকে নিজেকে সময় দিতেই এই বিরতি।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘মাঝে মাঝে বিরতির প্রয়োজন হয়। দেশে ফিরে আবার কাজ শুরু করেছি। সামনে আবার হয়তো বিরতিতে যাব। এখন তো বয়স বাড়ছে। আগে যেভাবে ছোটাছুটি করে কাজ করতাম, সেটা এখন কঠিন। এ ছাড়া আমার ব্যাক পেইনের একটা সমস্যা আছে। সেটাও মাথায় রাখতে হয়। অতিরিক্ত দৌড়ঝাঁপ করতে ডাক্তারের নিষেধ আছে। এখন তাই বুঝেশুনে কাজ করতে হয়।’

জে.এস/

জিয়াউল ফারুক অপূর্ব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250