বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কিশোরগঞ্জের ইউএনও হিসেবে নিয়োগ পেলেন সাবেক লাক্স সুন্দরী *** ডোনাল্ড ট্রাম্পের মুখে ‘বর্ণবাদের দুর্গন্ধ’ *** আগামীকাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন জোবাইদা রহমান *** তেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শানোর’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার *** ৭ দিন নীরবতার পর ইমরানের টুইট, ভেঙে দিলেন দলের রাজনৈতিক কমিটি *** তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দৃশ্যমান দ্বিধা ও অদৃশ্য বাধা *** আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা *** খালেদা জিয়ার সঙ্গে যাবেন ১৪ জন, থাকবেন পুত্রবধূ শামিলা, ছয় চিকিৎসক *** অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ, আপিল বিভাগে হাইকোর্টের রায় বহাল *** দেশে আসছেন জোবাইদা রহমান, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি

এবার রোবটও হার মানল রোনালদোর কাছে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

বয়স ৪০ পেরিয়ে এখন ৪১ ছুঁই ছুঁই। এই বয়সে বেশির ভাগ ফুটবলার বুটজোড়া খুলে রেখে অবসর যাপন করেন। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো যে ভিন্ন ধাতুতে গড়া! তিনি এখনো শুধু খেলছেনই না, ম্যাচের পর মুগ্ধতাও ছড়িয়ে যাচ্ছেন।

ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৫৪ গোল করা রোনালদো ছুটছেন হাজারতম গোলের লক্ষ্যে। প্রায় দুই যুগের দীর্ঘ ক্যারিয়ারে অনেক বিশ্বসেরা গোলরক্ষককে পরাভূত করেছেন তিনি। তবে রোনালদোর শ্রেষ্ঠত্বের কাছে শুধু মানুষ গোলরক্ষক নয়, এবার হার মানতে হলো ‘অপরাজেয়’ রোবট গোলরক্ষককেও।

সম্প্রতি আন্তর্জাতিক বিরতির সময় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত একটি রোবট গোলরক্ষকের মুখোমুখি হন রোনালদো। রোবটের নির্মাতা মার্ক রোবার ইউটিউবে প্রচার করা ভিডিওতে রোবটটিকে পরিচয় করিয়ে দেন ‘আমার অপরাজেয় রোবট’ নামে। ভিডিওর একপর্যায়ে সেই রোবটের মুখোমুখি হতে দেখা যায় পর্তুগিজ মহাতারকাকে।

মাঠে আসার পর রোবার রোনালদোকে মজা করে বলেন, ‘ক্রিস্টিয়ানো (রোনালদো) আমি তোমার সঙ্গে ৫০ লাখ সাবস্ক্রাইবার বাজি ধরছি, তুমি গোল করতে পারবে না।’ এরপর তিনি নিজে গিয়ে গোলরক্ষকের জায়গায় দাঁড়ান এবং রোনালদো প্রতিটি শটে তাকে ফাঁকি দিয়ে গোল করেন।

এরপর রোবার রোনালদোকে বলেন, ‘ক্রিস্টিয়ানো যখন আমি তোমাকে বলেছি, তুমি আমার বিপক্ষে গোল করতে পারবে না, আমি আসলে আমার রোবটের কথা বলেছি।’ এরপরই পোস্টের সামনে গোলরক্ষকের আদলে একটি কাটআউট দেখা যায়। রোনালদো সেটি দেখে মন্তব্য করেন, ‘আমার চেয়ে একটু বড়।’

তখন রোনালদোকে দেখানো হয় সেই রোবট কতটা দ্রুতগতিতে নিজের অবস্থান বদল করতে পারে, প্রতিক্রিয়া দেখাতে পারে। যা দেখে রোনালদো বেশ বিস্ময় প্রকাশ করে বলেন, ‘খুই দ্রুতগতিসম্পন্ন।’

এরপর বক্সের বাইরে বল রেখে বাঁ পায়ে রোনালদো হালকা চালে প্রথম শটটি নেন, যা রোবটটি ঠেকিয়ে দেয়। পরবর্তী সময়ে রোনালদোর একের পর এক শট ঠেকিয়ে দিতে থাকে রোবটটি। এমনকি রোনালদোর শটে রোবটটির মুখে আঘাতও লাগে। কিন্তু রোনালদো কোনোভাবেই সেটিকে ফাঁকি দিতে পারছিলেন না।

একপর্যায়ে বাঁ পায়ের বদলে ডান পায়ে শট নেওয়া শুরু করেন রোনালদো। শেষ পর্যন্ত ডান পাশের টপ–কর্নার লক্ষ্য করে জোরাল শট নিলে তা আর ঠেকাতে পারেনি রোবটটি।

অনেক গোলকিপার পেনাল্টির সময় ভুল দিকে ঝাঁপালেও রোবটটি সঠিক দিকেই নিজেকে নিতে পেরেছে। কিন্তু হার মেনেছে বলের জোরাল গতির কাছে। এ সময় মাঠে উপস্থিত রোনালদোর অন্য সতীর্থরা দৌড়ে এসে তার সঙ্গে উদ্‌যাপন শুরু করেন। অবশ্য কতবারের চেষ্টায় রোনালদো রোবটকে হারাতে পেরেছেন, সেটি ইউটিউব ভিডিওতে বলা হয়নি।

জে.এস/

ক্রিশ্চিয়ানো রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250