ছবি: সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না। আমরা আর যুদ্ধ দেখতে চাই না।’ সোমবার (২৮শে এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ী শেখ বাজারে বিএনপির গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, হিউম্যানিটারিয়ান প্যাসেজের মতো বিষয়ে সরকারকে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।
বর্তমান সংসদ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এ দেশে এখন কোনো এমপি নেই। জনগণের সমস্যা হলে তারা কোথায় যাবে? এ জন্য অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ প্রয়োজন।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচনে বিজয়ী হলে বিএনপি চাকরির সুযোগ সৃষ্টি ও যুবসমাজের কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেবে।
পরে বড়খোঁচাবাড়ি হাইস্কুল মাঠে আরেকটি গণসংযোগ কর্মসূচিতে ফখরুল অভিযোগ করে বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার বিএনপির নেতাকর্মীদের ওপর দমনপীড়ন চালিয়েছে।
তিনি বলেন, ‘১৫ বছর আমাদের ভোটের অধিকার ছিল না। আওয়ামী লীগ নিজেরাই সিল মেরে ক্ষমতায় এসেছে। এখন সেই অধিকার ফেরত পাওয়ার সুযোগ এসেছে।’
এইচ.এস/
খবরটি শেয়ার করুন