বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার *** রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে *** শুল্কে সুবিধা পেতে আমেরিকার গম বাড়তি দামে কিনবে সরকার *** টুঙ্গিপাড়ায় ২৮২ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

গাজায় যুদ্ধাপরাধ, দুই ইসরায়েলি সেনাকে জিজ্ঞাসাবাদ করল বেলজিয়াম

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৬ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৫

#

ইসরায়েলের সেনাবাহিনীর সদর দপ্তর। ছবি: সংগৃহীত

বেলজিয়ামে অনুষ্ঠিত টুমরোল্যান্ড মিউজিক ফেস্টিভ্যালে যোগ দিতে আসা ইসরায়েলি সেনাবাহিনীর দুই সদস্যকে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির কর্তৃপক্ষ। গত সোমবার (২১শে জুলাই) ব্রাসেলসে ফেডারেল প্রসিকিউটর অফিস এক লিখিত বিবৃতিতে জানায়, গাজায় যুদ্ধাপরাধ সংক্রান্ত দুটি আইনি অভিযোগ দায়েরের পর এই পদক্ষেপ নেওয়া হয়।

কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বেলজিয়ামভিত্তিক হিন্দ রজব ফাউন্ডেশন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন গ্লোবাল লিগ্যাল অ্যাকশন নেটওয়ার্ক ওই দুটি অভিযোগ দায়ের করে। গত শুক্র ও শনিবার অভিযোগ জমা দেওয়ার পর প্রসিকিউটর অফিস পুলিশের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করে এবং জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

প্রসিকিউটর দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালে বেলজিয়ামের নতুন একটি আইন চালু হয়েছে, যার ফলে দেশের আদালত এখন বিদেশে সংঘটিত যুদ্ধাপরাধ বা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করতে পারে—যদি বেলজিয়াম ওই বিষয়ে আন্তর্জাতিক চুক্তিতে সই করে থাকে। এই আইনের আওতায় রয়েছে ১৯৪৯ সালের জেনেভা কনভেনশন এবং ১৯৮৪ সালের জাতিসংঘের নির্যাতনবিরোধী সনদ।

তদন্ত চলমান থাকায় এ বিষয়ে খুব বেশি তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছে প্রসিকিউটর অফিস।

হিন্দ রজব ফাউন্ডেশন গাজার এক শিশুর স্মরণে ২০২৩ সালে গঠিত হয়। জীবন বাঁচাতে পালানোর সময় ইসরায়েলি সেনার গুলিতে নিহত হয় ওই শিশু। সংগঠনটি ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে বিভিন্ন দেশে একাধিক মামলা করেছে।

গত সোমবার দুই ইসরায়েলি সেনাকে জিজ্ঞাসাবাদের ঘটনাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়বদ্ধতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেছে সংগঠনটি। বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, ‘আমরা বেলজিয়াম সরকারের স্বাধীন তদন্তের প্রতি পূর্ণ সমর্থন জানাই এবং আশা করি, এই প্রক্রিয়া নিরপেক্ষভাবে সম্পন্ন হবে। বিচার এখানেই থেমে গেলে চলবে না—আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযোগে যাদের নাম রয়েছে, তাদের একজন সেনা সদস্য এবং অন্যজন সাধারণ নাগরিক। জিজ্ঞাসাবাদের পর দুজনকেই ছেড়ে দেওয়া হয়েছে এবং ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ রাখছে বলেও জানানো হয়েছে।

বেলজিয়াম ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন