বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, কিছুই করা যায় না: ফাওজুল কবির খান *** আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র *** ‘গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমকর্মীদেরই আদায় করতে হবে’ *** নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সিম্প্যাথি’ পেতে মিথ্যা বলছেন: মির্জা আব্বাস *** ড্রোন বানাবে বাংলাদেশ বিমানবাহিনী, সহায়তা করবে চীন *** নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ইসির কাছে ৭১ সংগঠনের ১০ সুপারিশ *** ‘নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না’ *** ‘কাজের টোপ’ দিয়ে রাশিয়ায় নিয়ে বাংলাদেশিদের পাঠানো হচ্ছে যুদ্ধে *** পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না: শফিকুর রহমান *** বিচ্ছেদের পর গলায় স্ত্রীর ছবি ঝুলিয়ে দুধ দিয়ে গোসল

ফার্মগেটে শিবিরের সঙ্গে আন্দোলনের পরিকল্পনা করি: মুনতাসির

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩৯ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ বলেছেন, শিবিরের সঙ্গে বসে ২০২৪ সালের জুন মাসেই আন্দোলন নিয়ে পরিকল্পনা করেছেন তারা।

মুনতাসির এক ভিডিওতে বলেন, ‘আমাকে তারা বলে, আপনি তো দলের প্রতি লয়াল না, কেন লয়াল না? আপনি জামায়াত-শিবিরকে আন্দোলনের ক্রেডিট দিয়ে দিছেন। কেন দেব না ভাই? সেই সময় ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম ভাই, সাদ্দাম ভাই, সিবগাতুল্লাহ ভাই তাদের সঙ্গে বসে আমরা আন্দোলন সংগ্রামের পরিকল্পনা করেছি।’

মুনতাসির আরো বলেন, ‘এই ফার্মগেটে বসেছিলাম, জুলাই নয় জুন মাসেই যখন কোটা আন্দোলন শুরু হয়েছে তখন ছাত্রশিবিরের সঙ্গে আমরা বসেছি। কারণ আমাদের তরুণ প্রজন্মের আশাই ছিল কীভাবে এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে নামানো যায়। ছাত্রশিবির আমাদের সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে।’ 

ছাত্রশিবিরের কাছ থেকে কোনো টাকা নেননি জানিয়ে মুনতাসির বলেন,  ‘আমি মুনতাসির শিবির থেকে এক টাকাও নিই নাই, এক টাকাও নিই নাই। টাকা নিছে কারা? ওই আসিফ, নাহিদ, মাহফুজরা। টাকা নিয়ে তারা আবার শিবিরের পেছনে লাগছে। কিন্তু আমরা তাদের সঙ্গে বসেছি, আন্দোলনের প্ল্যান পরিকল্পনা করেছি। আমাদের সংগঠন ছাত্র অধিকার পরিষদ থেকে চেষ্টা করেছি।’

এর আগে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন দলটির সাবেক নেতা মুনতাসির মাহমুদ। সারাদেশের আদালতগুলোতে পিপি (পাবলিক প্রসিকিউটর) নিয়োগ দেওয়ার নামে আখতার ‘ঘুষ’ নিয়েছেন বলে অভিযোগ তোলেন তিনি।

আখতারের পাশাপাশি বর্তমান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ও তার বড় ভাই মাহবুব আলমের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি। বলেছেন, ছাত্র উপদেষ্টারা সবচেয়ে বেশি দুর্নীতি করছেন।

এনসিপি স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ বলেন, বাংলাদেশে জুলাইকে বিক্রি করে দিয়েছে ছাত্র উপদেষ্টারা। তিনি বলেন, ‘সব উপদেষ্টাদের মধ্যে এই ছাত্র উপদেষ্টারা সবচেয়ে বেশি দুর্নীতি করেছে। ছাত্র উপদেষ্টারা দুর্নীতির চ্যাম্পিয়ন।’

মুনতাসির মাহমুদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250