বৃহস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমেরিকার সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে: প্রধান উপদেষ্টা *** চাকরিপ্রার্থী না হয়ে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার *** যারা 'ধর্মনিরপেক্ষ বাংলাদেশ' চান, তাদের উদ্দেশ্যে যা বললেন ডেভিড বার্গম্যান *** আমেরিকা থেকে আমদানি পণ্যের শুল্ক পর্যালোচনা করছে বাংলাদেশ: প্রেস সচিব *** বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল আমেরিকা *** বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা *** ২৬ কোটি টাকায় ঈদের ৬ সিনেমা *** স্বামীকে ইউক্রেনীয় নারীদের ধর্ষণে উৎসাহ, রুশ নারীর কারাদণ্ড *** ঈদের ছুটিতে রাজধানীতে নিরাপত্তার শঙ্কা *** ড. ইউনূসের 'সেভেন সিস্টার্স' নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাই রিপ্রেজেন্টেটিভ

চুরি করা কার্ডে লটারি কিনে জিতলেন সাড়ে ৬ কোটি টাকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৯ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫

#

প্রতীকী ছবি

নিজেদের ভাগ্য যাচাই করতে ফ্রান্সের দুই বাসিন্দা কিনেছিলেন লটারির টিকিট। আর সেই লটারিতে জিতে যান ৫ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ৬ কোটি টাকা! কিন্তু টাকাটা হাতে নেওয়ার আগেই উধাও হয়ে গেছেন তারা।

ফ্রান্সের সংবাদমাধ্যম জানিয়েছে, ওই দুই ব্যক্তি লটারিতে এত বড় অঙ্কের পুরস্কার জিতে গেলেও তা দাবি করতে পারছেন না। কারণ ওই লটারির টিকিট তারা কিনেছিলেন চুরি করা ব্যাংক কার্ড দিয়ে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, যে ব্যক্তির কার্ড তারা চুরি করেছেন, পুলিশি নথি অনুসারে তার নাম জঁ-ডেভিড। তিনি ওই দুই ব্যক্তিকে (চোর) তার সঙ্গে পুরস্কার ভাগাভাগি করে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি নিজের ওয়ালেটটিও ফেরত দাবি করেছেন।

দুই চোর তার প্রস্তাব বিবেচনায় নিয়েছেন কি-না, তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে শনিবার লটারি পরিচালনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কেউ লটারি বিজয়ী টিকিট জমা দিয়ে পুরস্কারের অর্থ দাবি করেননি।

চলতি মাসের শুরুতে জঁ-ডেভিড জানতে পারেন যে, দক্ষিণাঞ্চলীয় শহর তুলু থেকে তার ব্যাকপ্যাক চুরি হয়ে গেছে। ওই ব্যাগের মধ্যে তার ব্যাংক কার্ডসহ অন্যান্য নথিও ছিল। এরপর তিনি কার্ডটি বন্ধ করে দেওয়ার জন্য ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু এর মধ্যেই তিনি জানতে পারেন, স্থানীয় একটি দোকানে তার কার্ডটি ব্যবহার হয়েছে।

ওই দোকানি বলেন, “এক গৃহহীন লোক আমার কাছ থেকে একটি লটারির টিকিট কিনেছেন। তখন তারা এতোই আনন্দিত ছিল যে, তারা তাদের সিগারেট ও অন্যান্য জিনিসপাতি নিতেও ভুলে যায়। আনন্দে আত্মহারা হয়ে তারা এখান থেকে চলে গেছেন।”

এরপর ওই চোরদের বিরুদ্ধে পুলিশের কাছে একটি অভিযোগ দাখিল করেন জঁ-ডেভিড। কিন্তু চোরেরা যদি ধরা দিয়ে তার সামনে চলে আসেন, তাহলে মামলা তুলে নিতে চান তিনি। পাশাপাশি লটারিতে জেতা অর্থও ভাগাভাগি করতে চান।

স্থানীয় একটি সংবাদমাধ্যমে জঁ-ডেভিড বলেন, “তারা (চোর) না থাকলে কেউই এই লটারি জিততে পারতাম না। কিন্তু আমাকে ছাড়াও তারা অর্থ তুলতে পারবে না।”

চোরদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদের কোনো ঝুঁকি নেই। আমরা অর্থ ভাগ করে নিতে পারি। আপনাদের জীবন বদলে যাওয়ার সুযোগ তৈরি হয়ে যাবে। সময় চলে যাচ্ছে, টিকিটের মেয়াদ পার হয়ে যেতে পারে।”

ওআ/কেবি

লটারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন