ছবি: সংগৃহীত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ভারতবাসীকে কাশ্মীরের মানুষকে শত্রু না ভাবার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কাশ্মীরের মানুষরা বেরিয়ে এসেছে। তাদের বক্তব্যও আপনাদের মতোই। তারা এ হামলার ঘটনায় জড়িত নন, এমনকি এ হামলা কাশ্মীরের পক্ষ থেকেও হয়নি। খবর বিবিসির।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি দেশবাসীকে অনুরোধ করে বলতে চাই, দয়া করে কাশ্মীরের বাসিন্দাদের আপনাদের শত্রু মনে করবেন না। আমরা এর (হামলা) জন্য দায়ী নই। আমরাও গত ৩৫ বছর ধরে ভুক্তভোগী।’
ভারতের বিভিন্ন রাজ্যে কাশ্মীরের শিক্ষার্থীরা হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন—এমন খবর পাওয়ার প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এ কথাগুলো বলেন। তিনি পেহেলগামে হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন।
মুখ্যমন্ত্রী বলেন, যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৫ জন অতিথি ছিলেন, যারা আমাদের এখানে বেড়াতে এসেছিলেন। আর একজন আমাদের কাশ্মীরের বাসিন্দা, যিনি অন্যদের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন হারিয়েছেন।’
এইচ.এস/
খবরটি শেয়ার করুন