শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাকসুতে ভিপি-এজিএসে শিবির, জিএস আধিপত্যবিরোধী ঐক্যের জয় *** রাষ্ট্রীয় উদ্যোগে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ *** জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা *** ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তরের মানুষ... *** সব গণমাধ্যমকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার *** ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা *** জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবারই, বাদ পড়লে পরেও স্বাক্ষর করা যাবে: আলী রীয়াজ *** সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা *** সাত কলেজ নিয়ে বিভিন্ন গ্রুপ গুজব ছড়াচ্ছে: শিক্ষা উপদেষ্টা *** এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়: শিক্ষা উপদেষ্টা

ছিনতাইকারি হনুমান!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৩ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৫

#

প্রতীকী ছবি

ছিনতাইকৃত অর্থ কিংবা দ্রব্যসামগ্রি পুনরায় উদ্ধার করা কতখানি ঝক্কি ঝামেলার তা একমাত্র ভুক্তভোগীরাই জানেন। আর কতভাগ উদ্ধার সম্ভব তাও কোটি টাকার প্রশ্ন। কোনো ছিনতাইকারি ছিনতাই করে সেই অর্থ ও দ্রব্যসামগ্রি স্বেচ্ছায় ফেরত দিয়েছে, এমন নজির কিন্তু খুবেই কম। আর ছিনতাইকারি যদি বাঁনর বা হনুমান হয় সেক্ষেত্রে কি হতে পারে তা সহজেই অনুমেয়। তবে এ ক্ষেত্রে হনুমানটি যা করেছে তাতে তার প্রশংসাই প্রাপ্য। 

পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের গুসকরায়ে শনিবার বিকেলে এক হনুমান সেই প্রশংসনীয় কাজ করেছে বলে অনেকে মনে করেন। এক মহিলার হাত থেকে ছোঁ মেরে মোবাইল কেড়ে নেওয়ার পর যত্নেই রেখেছিল সে। তবু ফিরে পাওয়ার আশা ছিল ক্ষীণ। তবে অনুরোধ-উপরোধে আর কুল, কলা খাইয়ে দিব্যি তার মন গলানো গেলো! মোবাইলটি ফিরিয়ে দেয় হনুমান। এমন ঘটনার সাক্ষী হয়ে অবাক স্থানীয় বাসিন্দারা। সকলেই বলছেন, বাঁদরামি বিশেষ করেনি এই চারপেয়ে।

শনিবার তখন দুপুর গড়িয়ে বিকেল। গুসকরা বাসস্ট্যান্ডের বিপরীতে পরপর কয়েকটি দোকান। ফাস্ট ফুড, হোটেল, চায়ের দোকানে তার অবাধ যাতায়াত। শনিবারও হোটেলের সামনে গিয়েছিল হনুমানটি।  হোটেলের মালিক  তাকে খেতেও দিলেন। হোটেল কর্মী গৃহবধূ সোনালি চক্রবর্তী জল খাওয়ালেন। নিজের স্মার্টফোন থেকে হনুমানের ছবিও তুললেন। আর তারপরই অকস্মাৎ সেই ঘটনা! সোনালি’র হাত থেকে মোবাইল ফোনটি ছোঁ মেরে কেড়ে নিয়ে চলে যায় হনুমান। তবে নাগালের বাইরে যায়নি, কাছাকাছিই বসেছিল  ‘হনু’।

এভাবে চোখের সামনে মোবাইল খোয়াতে দেখে সোনালি প্রথমে মনখারাপ করেছিলেন। পরক্ষণেই মাথায় আসে কৌশল। ‘হনু’র কাছে গিয়ে সকলে ‘বাবা-বাছা’ করতে থাকেন। সোনালি-তো পায়ে ধরে একপ্রকার নাকখতই দিলেন! মোবাইল আদায় করতে কালঘাম ছুটে যায় সকলের। শেষে প্রায় আধঘন্টা পর হনুমান নিজেই একটি দোকানের চালে মোবাইলটি রেখে পগারপার! তাতেই নিজের স্মার্টফোন ফিরে পান সোনালি। আর গোটা দৃশ্য ক্যামেরায় বন্দি করে রাখেন কয়েকজন।

কেসি/কেবি


হনুমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250