সোমবার, ১লা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ফুলকপির ডাটা দিয়ে রান্না করে ফেলুন ডাটা চচ্চড়ি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৫ অপরাহ্ন, ১০ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

ফুলকপি খেতে পছন্দ করেন অনেকেই। বাজার থেকে ফুলকপি কিনে এনে শুধু ফুল টুকু নিয়ে ডাটাগুলো ফেলে দিতে অনেকেরই কষ্ট হয়। তাই আর ফুলকপির ডাটা ফেলে না দিয়ে তা দিয়ে বানিয়ে ফেলুন চচ্চড়ি। জেনে নিন রেসিপি। 

উপকরণ: 

২০০ গ্রাম ‏ফুলকপির নরম ডাটা

১ টি ‏বেগুন

১/২ কাপ ‏কুমড়ো

১ টি ‏কাচা কলা

১ টি ‏আলু

১ চা চামচ ‏হলুদ গুড়া

২ টি ‏শুকনো মরিচ

৪/৫ টি ‏কাচা মরিচ ফালি

১ টেবিল চামচ ‏পেয়াজ কুচি

আরো পড়ুন : ছোলার শুধু উপকারিতা নয়, রয়েছে কিছু অপকারিতাও

১ চা চামচ ‏রসুন কুচি

১ চা চামচ ‏জিরা

৪/৫ টি ‏কুমড়ো বড়ি

১ টি ‏তেজ পাতা

২ টেবিল চামচ ‏তেল

পরিমাণমত ‏লবণ

প্রস্তুত-প্রণালী:

ফুলকপির ডাটা পাতলা ছোট টুকরো করে কেটে গরম পানিতে ২ মিনিট ভাপিয়ে পানি ঝরিয়ে নিন। অন্য সব সবজি ছোট টুকরা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার অল্প পানি, লবণ, হলুদ ও কাচা মরিচ দিয়ে সেদ্ধ করে নিন পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত।

কড়াইতে তেল দিন। তেল গরম হয়ে গেলে পেয়াজ, রসুন, জিরা, শুকনো মরিচ ও তেজপাতা দিয়ে একটু ভাজুন। হালকা লাল হয়ে গেলে এর মধ্যে ডালের বড়ি ভেঙ্গে গুড়ো করে দিয়ে দিন।

ভালমত ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা বেগুন দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে কিছুক্ষণ অনবরত নাড়তে থাকুন। হয়ে গেলে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। স্বাদ বাড়াতে এর মধ্যে কিছু ছোট কুচি চিংড়ি মাছ দিতে পারেন।

এস/ আই.কে.জে/

ফুলকপি ডাটা চচ্চড়ি

খবরটি শেয়ার করুন