শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ইবির ডিন’স কমিটির সভায় পাঁচ সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩৬ অপরাহ্ন, ১১ই আগস্ট ২০২৪

#

ছবি : সুখবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডিন’স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ই আগস্ট) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে তার কার্যালয়ে এই সভা হয়। এতে ডিনদের সর্বসম্মতিক্রমে পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, জীববিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, বিজ্ঞান অনুষদের অধ্যাপক কামরুন্নাহার, আইন অনুষদের অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধ্যাপক ড. মনজুরুল হক, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলিনা নাসরিন উপস্থিত ছিলেন। তবে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন অনুপস্থিত ছিলেন।

আরো পড়ুন : একাদশে ভর্তির চতুর্থ ধাপের আবেদন শুরু আজ

সভায় গৃহীত পাঁচ সিদ্ধান্ত হলো-

১. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং যারা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে তাদের দ্রুত সুস্থতার জন্য মাগফেরাত কামনা করা হয়।

২. উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিতকরণে সকলকে স্ব স্ব জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য অনুরোধ জানানো হয়।

৩. বিশ্ববিদ্যালয়ের সম্পদ সুরক্ষিত এবং জান-মালের রক্ষণাবেক্ষণে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রমের সাথে জড়িত সকলকে শান্তি এবং স্থিতিশীলতা আনয়নের জন্য অনুরোধ জানানো হয়।

৪. শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে অতি দ্রুত বিশ্ববিদ্যালয় খোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করা হয়।

৫. উপরোক্ত সিদ্ধান্তসমূহ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সকলকে অবগত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

আবির/এস/ আই.কে.জে/

ইসলামী বিশ্ববিদ্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন