সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মাননা দিলো কুয়েত *** উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে *** র‌্যাব পরিচয়ে তুলে নেওয়ার ১৬ মাস পর বাড়ি ফিরলেন যুবক *** সকল সম্প্রদায়ের উৎসবে সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে *** অবশেষে ভারত-পাকিস্তান ম্যাচের আনুষ্ঠানিক সূচি ঘোষণা *** ঘন কুয়াশায় ঢাকা দিনাজপুর, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে *** ৯ গোলের ম্যাচে লিভারপুলের সহজ জয় *** ৭ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক *** রূপপুর বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি : যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ *** আগাম আলু চাষে ভালো লাভ, খুশি লালমনিরহাটের কৃষকরা

শীতে অতিথি পাখিরা সহস্র মাইল পথ চিনে কীভাবে যায়-আসে?

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রতিবছরই আমরা দেখতে পাই শীতকালে নানা ধরনের অতিথি পাখি আমাদের দেশে আসে। এই অতিথি পাখিগুলো হাজার হাজার মাইল পাড়ি দিয়ে, বিপুল দূরত্ব অতিক্রম করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।

সাইবেরিয়া বা রাশিয়া থেকে আসে ওয়েডার্স ও ডাক। ইউরোপ থেকে আসে ইউরোপিয়ান ফ্লাইক্যাচার, ব্রাউন-ব্রেস্টেড ফ্লাইক্যাচার, বার্ন সোয়ালের মতো আরও কত সব পাখি! খাবারের অভাব কিংবা প্রজননের সমস্যার মতো নানা কারণেই তাদের এই ‘অনন্ত’ সফর। তবে আসল কারণ হয়তো উষ্ণতা। এই সময়ে আসা। আর মার্চ-এপ্রিলের দিকে ফিরে যাওয়া। এটাই তাদের সারা বছরের রুটিন।

অতিথি পাখিদের দীর্ঘ যত্রা সম্পন্ন করতে সাহায্য করে তাদের অভ্যন্তরীণ নেভিগেশন সিস্টেম। বিজ্ঞানীরা মনে করেন, পাখিদের মধ্যে একটি প্রাকৃতিক কম্পাস রয়েছে যা তাদের সঠিক দিক নির্দেশ করতে সক্ষম। পাখিরা তাদের যাত্রার পথে সূর্য, তারকা, চাঁদ এবং পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাহায্যে দিক নির্ধারণ করে। বিশেষ করে পাখিরা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন অনুভব করতে সক্ষম, যা তাদের সঠিক দিক নির্ধারণে সাহায্য করে। এই চৌম্বক ক্ষেত্রের ব্যবহারের মাধ্যমে তারা তাদের যাত্রাপথের অভ্যন্তরীণ স্মৃতিকে কাজে লাগিয়ে সঠিক গন্তব্যে পৌঁছাতে পারে।

আরো পড়ুন : মানসিক চাপে আছেন? ‘হ্যাঁ’ বলার পর যা হলো শতাধিক কর্মীর

বিজ্ঞানীরা একটি পরীক্ষায় দেখেছেন যে, পাখিরা মহাকাশের তলা থেকে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সিগন্যাল ব্যবহার করে নিজেদের অবস্থান নির্ধারণ করে। এটি একটি প্রাকৃতিক ‘জিপিএস সিস্টেম’ হিসেবে কাজ করে, যা পাখিদের যাত্রার পথে সঠিক দিক নির্দেশনা দেয়। পাখির শরীরে বিশেষ ধরনের সেল থাকে, যা চৌম্বক ক্ষেত্রের প্রতি সংবেদনশীল এবং তা পাখিদের চলাচলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সেলের মাধ্যমে তারা পৃথিবী থেকে আসা চৌম্বক তরঙ্গ অনুভব করে এবং তাদের যাত্রাপথে সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য ব্যবহার করে।

পাখিরা যে যাত্রাপথ অনুসরণ করে, তা তাদের পূর্বপুরুষদের অভিজ্ঞতা ও অভ্যাসের ওপর নির্ভর করে। পাখিরা সাধারণত একটি নির্দিষ্ট এলাকার সঙ্গে সম্পর্কিত হয়ে থাকে। তারা পূর্ববর্তী যাত্রায় যে পথে চলেছিল, তা পুনরায় চিনে নিয়ে ফেরত আসে। ফলে একটি অতিথি পাখি যখন একটি নির্দিষ্ট অঞ্চল থেকে চলে আসে, তখন সে একই পথে ফিরে আসার অভ্যাস অর্জন করে। এভাবে পাখিরা পূর্ববর্তী অভিজ্ঞতার মাধ্যমে নিজেদের পথ চিনে নিতে পারে। এছাড়া নতুন পাখিরা অভিজ্ঞ পাখিদের অনুসরণ করে পথ চিনে নেয়, যা তাদের যাত্রার সুরক্ষা নিশ্চিত করে।

পৃথিবীর বিভিন্ন প্রান্তে জলবায়ু পরিবর্তনের কারণে পাখিদের অভিবাসনের সময়সূচি এবং পথেও কিছু পরিবর্তন এসেছে। যেমন-গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে তাপমাত্রা ও আবহাওয়া পরিবর্তন পাখিদের অভিবাসনকে প্রভাবিত করে। গবেষণা অনুযায়ী, পাখিরা আবহাওয়ার পরিবর্তনের দিকে লক্ষ্য রেখে তাদের অভিবাসনের সময়সূচি নির্ধারণ করে, যাতে তাদের খাদ্য ও আশ্রয়ের অভাব না হয়।

অতিথি পাখিরা শুধু দীর্ঘ পথ পাড়ি দেয় না, তারা বিভিন্ন কৌশলও ব্যবহার করে যাত্রার সঠিকতা নিশ্চিত করতে। একে বলা হয় ‘ফ্লক ফ্লাইং’ বা ঝাঁকভাবে উড়ান। পাখিরা একত্রে দলবদ্ধ হয়ে উড়ে, যার ফলে তাদের পথ অনুসরণ করা সহজ হয় এবং তারা একে অপরের কাছ থেকে সঠিক দিক নির্দেশনা পায়। একই সঙ্গে তাদের গতি নিয়ন্ত্রণও সম্ভব হয় এবং ক্লান্তি কম হয়। এতে করে পাখিরা আরও দ্রুত এবং সঠিকভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে।

বিজ্ঞানীরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে পাখির অভিবাসন নিয়ে গবেষণা করেছেন। স্যাটেলাইট ট্র্যাকিং এবং রেডিও ট্রান্সমিটার পাখির দেহে স্থাপন করে, তাদের চলাচল ও অভিবাসন পথ অনুসরণ করা হয়। এসব প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পারেন, পাখিরা কখন এবং কোথায় বিশ্রাম নেয়, এবং কীভাবে তারা বিপুল দূরত্ব পাড়ি দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এসব তথ্য পাখির অভিবাসনকে আরও ভালোভাবে বোঝার পথ খুলে দিয়েছে।

এস/  আই.কে.জে


অতিথি পাখি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন