বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৭ বছর পর জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়া *** একাধিক দেশের পাসপোর্টধারী ও নাগরিক বলে কাকে ইঙ্গিত করলেন উপদেষ্টা *** তেজগাঁওয়ে হোলি রোজারি চার্চের সামনে বুধবার যা ঘটল *** ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মবার্ষিকী অনুষ্ঠান বন্ধের চেষ্টা, পুলিশের হস্তক্ষেপ *** দুদকের মামলার আসামি হওয়ার একদিন পর ট্রাইব্যুনালের ‘বিচারক’ *** ভারতের পররাষ্ট্রসচিবের বক্তব্য ‘অযৌক্তিক’: তৌহিদ হোসেন *** ১৫–১৮ই নভেম্বরের মধ্যে গণভোট সম্ভব, হিসাব দিলেন জামায়াত নেতা তাহের *** ‘সেফ এক্সিটের তালিকার শীর্ষে কোন উপদেষ্টারা’ *** শহিদুল আলমের প্রতি সহমর্মিতা প্রেস সচিব শফিকুল আলমের *** উপদেষ্টাদের মধ্যে কারা সেফ এক্সিট নিতে চায়, সেটি নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে: রিজওয়ানা হাসান

ধনী হওয়ার ৫টি সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২০ অপরাহ্ন, ২১শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেরই বাসনা ধনী হওয়ার। এখন পর্যন্ত যারা নিজস্ব কর্মপন্থায় বড়লোক হয়ে ওঠেছে, তাদের জীবন দেখে বোঝা যায় - ধনী হওয়ার জন্য প্রয়োজন নিজস্ব কিছু পদ্ধতির অনুসরণ করা। চলুন জেনে নিই ধনী হওয়ার ৫টি সহজ উপায়-

সারা বিশ্বে যখন অর্থনৈতিক সংকট চলছে, তখন শীর্ষ ধনীরা আরও ধনী হচ্ছে। চলতি বছর বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদের পরিমাণ আরও বেড়েছে। তাই ধনী হওয়ার জন্য ভাগ্যের ওপর নির্ভর করে না থেকে, বরং নিজস্ব মেধা আর শ্রমের সমন্বয়ে সম্পদ বাড়ানোর দিকে এগিয়ে যেতে হবে।

আসুন জেনে নিই, এমন কিছু কাজ সম্পর্কে যা অনুসরণ করলে সহজেই ধনী হওয়া যায়:

অল্প বয়সেই বিনিয়োগকারী হয়ে উঠা এবং ধারাবাহিকতা বজায় রাখা

সম্পদ বাড়ানো বা বড়লোক হওয়ার জন্য কোনো নির্দিষ্ট বয়স নেই। যতদ্রুত সম্ভব নিজেকে বিনিয়োগকারী হিসেবে প্রস্তুত করে তুলতে হবে। প্রয়োজনে ছোট কিছু দিয়েই এ বিনিয়োগের হাতেখড়ি করা যায়। আস্তে আস্তে স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য আরও বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করা যেতে পারে। তবে এক্ষেত্রে সবচে গুরুত্বপূর্ণ হলো ধারাবাহিকতা বজায় রাখা। ধারাবাহিকভাবে নিজেকে উচ্চতার চরম শিখরে নিয়ে যেতে হবে।

আয়ের একাধিক উৎস তৈরি

শুধুমাত্র চাকরি কিংবা একটি নির্দিষ্ট ব্যবসার ওপর নির্ভর করে থাকলে ধনী হওয়ার স্বপ্ন পূরণ সম্ভব নয়। আয়ের উৎস বাড়াতে হবে। সময়ের সঠিক ব্যবহার করতে হবে। আশপাশের সুযোগকে কাজে লাগিয়ে বাড়তি আয় করা যায় কি-না, সেদিকে সবসময় লক্ষ রাখতে হবে। এক্ষেত্রে চাকরির পাশাপাশি একটা ছোট ব্যবসা করা যেতে পারে, ফ্রিল্যান্সিং কাজ করা যায়, অন্যান্য সম্পদ যেমন - জমি, ফ্ল্যাট, ঘর ইত্যাদি ভাড়া দিয়ে আয়ের উৎস বাড়ানো যায়। পাশাপাশি লভ্যাংশ দিচ্ছে, এমন যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের ওপর শেয়ারবাজারে টাকা লাগানো যেতে পারে।

আরো পড়ুন : ব্যথা কমাবে গান ও ছবি

খরচ কমাতে বাজেট তৈরি

মাসিক খরচ কমাতে একটি বাজেট তৈরি করা যেতে পারে। বাজেট থাকলে সহজেই প্রতিমাসের বা নির্দিষ্ট সময়ের সমস্ত খরচ এবং খরচ কমিয়ে টাকা জমানোর উপায়গুলো খুঁজে বের করা সম্ভব। বাজেট তৈরির ক্ষেত্রে মূল প্রাধান্য থাকা উচিত - খরচ কমিয়ে টাকা সঞ্চয় এবং অন্য কোনো ব্যবসায় বিনিয়োগ করা।

নিজের ওপর বিনিয়োগ করা

দক্ষতা ও জ্ঞান বাড়াতে নিজের ওপরও বিনিয়োগ করতে হবে। অতিরিক্ত আয় করার জন্য যে মেধা ও জ্ঞান প্রয়োজন, তা বাড়াতে পড়াশোনা, ট্রেনিং, অথবা যে কোনো ব্যক্তিগত উন্নয়নের জন্য বিনিয়োগ করা যেতে পারে। প্রয়োজনে অতিরিক্ত মাস্টার্স করা, বিভিন্ন কর্মশালায় অংশ নেয়া এবং নতুন কোনো কিছু শিখতে কোর্সে ভর্তি হওয়া -- এগুলোর মাধ্যমে নিজের গুণাগুণ বৃদ্ধি করা। এতে ভবিষ্যতে আয় বাড়ানোর পথ আরও প্রশস্ত হয়।

নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা

যথেষ্ট সম্পদ বাড়াতে বা ধনী হয়ে উঠতে নিজস্ব ব্যবসা-প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই। স্থানীয় বাজারের চাহিদাগুলো খুঁজে বের করে, তা সমাধানের পথ খুঁজতে হবে। পরবর্তীতে এ বিষয়ের ওপরই একটা ব্যবসা দাঁড় করাতে পারলে, সেই ব্যক্তির এগিয়ে যাওয়া কেউ আটকাতে পারবে না। তবে ব্যবসা ভালো না বুঝলে, অন্তত যে কোনো লাভবান প্রতিষ্ঠান, স্টার্ট-আপ বা ছোট ব্যবসায় টাকা বিনিয়োগ করে বসে থাকলেও অতিরিক্ত আয় করা সম্ভব।

এক্ষেত্রে আরেকটি অতিরিক্ত পরামর্শ গ্রহণ করা যায়। নেটওয়ার্ক ও সম্পর্ক তৈরির মাধ্যমে কাজের সুযোগ বৃদ্ধি করা যেতে পারে। নেটওয়ার্ক ভালো থাকলে নতুন নতুন পার্টনারশিপ এবং ভালো ও লাভবান হওয়ার পরামর্শক পাওয়া যায়। এছাড়া নির্দিষ্ট ক্ষেত্রের সফল এবং ধনী ব্যক্তিদের যতটা কাছাকাছি থাকা যায় ও তাদের কাছ থেকে পরামর্শ নেয়া যায়, তত দ্রুত আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা বাড়ে।

তবে এক রাতের স্বপ্নের মতো কেউ ধনী হয়ে ওঠে না। যে কেউ এ পরামর্শগুলো গ্রহণ করে চেষ্টার মাধ্যমে ধৈর্য্যের পরিচয় দিলে, তার সফলতা আটকে রাখা সম্ভব নয়। এজন্য একটি সুশৃঙ্খল জীবন এবং পরিমিত ব্যয়ের আর্থিক অভ্যাস গড়ে তোলা অনেক বেশি জরুরি।

এস/ আই.কে.জে

টিপস ধনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250